কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এই নৌকাবাইচ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে শত শত লোকের সমাগম ঘটে।
শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় প্রতিবছর বিজয়া দশমীর দিনে। কোনো ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই নৌকাবাইচ হয়। এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক নৌকাবাইচ উপভোগ করতে আসেন। এবারের নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৫টি সরেঙ্গা, ছিপ, কোষাবাচারি নৌকা অংশ নেয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, কথিত আছে যে, আজ থেকে প্রায় দেড় শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় নৌকাবাইচ হয়। কোটালীপাড়া উপজেলার সব ধর্মের জনগণ এই নৌকাবাইচে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, নদী-খাল-বিলবেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচ কেউকে আয়োজন করতে হয় না। এই নৌকাবাইচে কাউকে পুরস্কারও দেওয়া হয় না। কোটালীপাড়ার এই নৌকাবাইচ একটি ব্যতিক্রমী আয়োজন। তবে এ বছর নৌকাবাইচে যেকটি নৌকা এসেছিল ঘাঘর বাজার বণিক সমিতির পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। এজন্য বণিক সমিতিকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এসব নৌকাবাইচে উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এই নৌকাবাইচ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে শত শত লোকের সমাগম ঘটে।
শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় প্রতিবছর বিজয়া দশমীর দিনে। কোনো ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই নৌকাবাইচ হয়। এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক নৌকাবাইচ উপভোগ করতে আসেন। এবারের নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৫টি সরেঙ্গা, ছিপ, কোষাবাচারি নৌকা অংশ নেয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, কথিত আছে যে, আজ থেকে প্রায় দেড় শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় নৌকাবাইচ হয়। কোটালীপাড়া উপজেলার সব ধর্মের জনগণ এই নৌকাবাইচে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, নদী-খাল-বিলবেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচ কেউকে আয়োজন করতে হয় না। এই নৌকাবাইচে কাউকে পুরস্কারও দেওয়া হয় না। কোটালীপাড়ার এই নৌকাবাইচ একটি ব্যতিক্রমী আয়োজন। তবে এ বছর নৌকাবাইচে যেকটি নৌকা এসেছিল ঘাঘর বাজার বণিক সমিতির পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। এজন্য বণিক সমিতিকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এসব নৌকাবাইচে উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে