Ajker Patrika

একসঙ্গে হাজারো মানুষের শপথ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
একসঙ্গে হাজারো মানুষের শপথ

প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল শপথ পাঠে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে এক সঙ্গে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছে। এ ছাড়া অনলাইনে যুক্ত হয়ে নগরীর বিভিন্ন জায়গা থেকে অনেকে এই শপথ অনুষ্ঠানে যোগ দেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে শপথ পড়া শুরু করেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে দুই দিনের কর্মসূচির প্রথম দিনে গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিটি জেলা শহরসহ দেশের নানা প্রান্তে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শপথ বাক্য পাঠ করান।

এর মধ্যে সবচেয়ে বড় শপথ অনুষ্ঠানটি হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে। চট্টগ্রাম জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। শপথ অনুষ্ঠানে আসা অতিথিদের জন্য লাল-সবুজ টি-শার্টের ব্যবস্থা করা হয়।

এই শপথ পাঠে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত