Ajker Patrika

রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেলেন ৩০ নারী

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ১৭
রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা  পেলেন ৩০ নারী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জীবনসংগ্রামে জয়ী নারীদের সম্মাননা

দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। এ সময় জয়ীদের হাতে ক্রেস্ট, সদনপত্র ও উপহার তুলে দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মধুপুর: ৫ জনকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে ক্রেস্ট, সদনপত্র ও উপহার তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, প্রেসক্লাব সভাপিত আব্দুল আজিজসহ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নির্বাচিত জয়িতা রাহেলা খাতুন ও সফল মা হিসেবে সংবর্ধিত জয়িতা ছায়া রাণী দেবনাথ।

নাগরপুর: দিবসটি উদ্যাপন উপলক্ষে সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহানের সভাপতিত্বতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাদের মধ্যে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

গোপালপুর: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

সখীপুর: দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।’ নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ধনবাড়ী: উপজেলায় সকালে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে ও জাতীয় মহিলা সংস্থা উদ্যোগ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চারজন নারী জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়।

ভূঞাপুর: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত