নওগাঁ প্রতিনিধি
শীতকালীন সবজির জন্য প্রসিদ্ধ জেলা নওগাঁ। এ সময়ে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে সারা দেশে সরবরাহ করেন। তবে গত বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সারা দিন চলা বৃষ্টিতে খেতে পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে হঠাৎ করেই বাজারে সবজির দাম বেড়ে গেছে।
গতকাল রোববার জেলার পাইকারি ও খুচরা বাজার ঘুরে সব ধরনের সবজির সরবরাহ কম দেখা গেছে। এ ছাড়া খুচরা বাজারে ক্রেতা এবং পাইকারিতে ব্যবসায়ীদের আনাগোনাও তুলনামূলক কম ছিল। যে সবজি পাওয়া যাচ্ছিল তার দাম ছিল বেশি।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির পর কৃষকেরা বাজারে সবজি কম আনছেন। এখন সবাই খেত পরিচর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। তা অপসারণ না করলে সবজি নষ্ট হয়ে যাবে। তবে আর যদি বৃষ্টি না হয় তাহলে সপ্তাহখানেকের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
সকালে শহরের গোস্তহাটির মোড়ে পাইকারি সবজি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শসা, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে।
পাইকারি বাজারে দুই দিনের ব্যবধানে প্রতি কেজি বেগুন ২০ থেকে ৩৫, ফুলকপি ১৫ থেকে ২৫, গাজর ১০ থেকে ১৬, শসা ২০ থেকে ৩০, কাঁচা মরিচ ২৫ থেকে ৪০ টাকায় উন্নীত হয়েছে। আর প্রতিটি লাউ ২০ টাকার জায়গায় ২৫ টাকা এবং বাঁধাকপি ১৫ টাকার বদলে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪৫ থেকে ৫০, শসা ৩৫, ফুলকপি ৩০, টমেটো ৩০, গাজর ২০ ও কাঁচা মরিচ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারের ব্যবসায়ী সুনীল চন্দ্র আজকের পত্রিকাকে জানান, বৃষ্টিতে অনেক সবজিখেতের ক্ষতি হয়েছে। তাই কৃষকেরা কম পণ্য নিয়ে এসেছেন। আর সবজি কম পাওয়া গেলে দাম একটু বাড়েই।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের উপপরিচালক শামসুল ওয়াদুদ বলেন, জেলাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে সবজিখেত খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। তবে বৃষ্টির কারণে সরবরাহে ব্যাঘাত ঘটেছে।
শীতকালীন সবজির জন্য প্রসিদ্ধ জেলা নওগাঁ। এ সময়ে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে সারা দেশে সরবরাহ করেন। তবে গত বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সারা দিন চলা বৃষ্টিতে খেতে পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে হঠাৎ করেই বাজারে সবজির দাম বেড়ে গেছে।
গতকাল রোববার জেলার পাইকারি ও খুচরা বাজার ঘুরে সব ধরনের সবজির সরবরাহ কম দেখা গেছে। এ ছাড়া খুচরা বাজারে ক্রেতা এবং পাইকারিতে ব্যবসায়ীদের আনাগোনাও তুলনামূলক কম ছিল। যে সবজি পাওয়া যাচ্ছিল তার দাম ছিল বেশি।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির পর কৃষকেরা বাজারে সবজি কম আনছেন। এখন সবাই খেত পরিচর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। তা অপসারণ না করলে সবজি নষ্ট হয়ে যাবে। তবে আর যদি বৃষ্টি না হয় তাহলে সপ্তাহখানেকের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
সকালে শহরের গোস্তহাটির মোড়ে পাইকারি সবজি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শসা, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে।
পাইকারি বাজারে দুই দিনের ব্যবধানে প্রতি কেজি বেগুন ২০ থেকে ৩৫, ফুলকপি ১৫ থেকে ২৫, গাজর ১০ থেকে ১৬, শসা ২০ থেকে ৩০, কাঁচা মরিচ ২৫ থেকে ৪০ টাকায় উন্নীত হয়েছে। আর প্রতিটি লাউ ২০ টাকার জায়গায় ২৫ টাকা এবং বাঁধাকপি ১৫ টাকার বদলে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪৫ থেকে ৫০, শসা ৩৫, ফুলকপি ৩০, টমেটো ৩০, গাজর ২০ ও কাঁচা মরিচ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারের ব্যবসায়ী সুনীল চন্দ্র আজকের পত্রিকাকে জানান, বৃষ্টিতে অনেক সবজিখেতের ক্ষতি হয়েছে। তাই কৃষকেরা কম পণ্য নিয়ে এসেছেন। আর সবজি কম পাওয়া গেলে দাম একটু বাড়েই।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের উপপরিচালক শামসুল ওয়াদুদ বলেন, জেলাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে সবজিখেত খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। তবে বৃষ্টির কারণে সরবরাহে ব্যাঘাত ঘটেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে