Ajker Patrika

সাভারে কায়াকিংয়ের আনন্দ

রিফাত মেহেদী, সাভার
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫৭
সাভারে কায়াকিংয়ের আনন্দ

সারা বিশ্বে কায়াকিং খুবই জনপ্রিয়। তবে কায়াক শব্দটা এ দেশে খুব বেশি প্রচলিত নয়। কিন্তু রাজধানীর অদূরে সাভারে শুরু হয়েছে কায়াকিং। আর এতে চড়ে সময় কাটাতে ভিড় করছেন বিনোদনপ্রেমীরা।

ফাইবার বা কাঠ দিয়ে তৈরি প্রায় ১০ ফুট লম্বা, সরু নৌকাকে কায়াক বলা হয়। চালাতে হয় বইঠা দিয়ে। নৌকা চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও খুব সহজেই এই কায়াক চালানো যায়। তাই যে কেউ নির্ভয়ে এবং সহজেই কায়াকিংয়ে বিনোদন লাভ করতে পারেন।

সাভারের বনগাঁও ইউনিয়নের ইউসুফ নগরে শুরু হয়েছে কায়াকিং। ‘লেটস চিল উইথ কায়াকিং’ স্লোগান নিয়ে মাত্র ৪০ দিন আগে শুরু হয় এ কার্যক্রম। এ কায়াকিং পয়েন্টে বিকেলে বেশি ভিড় দেখা যায়। বর্তমানে এখানে কায়াক আছে চারটি। দর্শনার্থী বাড়লে এ সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ১৫ মিনিট কায়াকিংয়ের জন্য জনপ্রতি দিতে হয় ৫০ টাকা, ৩০ মিনিট ৮০ টাকা, ৬০ মিনিট ১৫০ টাকা। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের জন্য সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বিনা মূল্যে কায়াকিংয়ের সুবিধা দেওয়া হয়।

কায়াকিং করতে চাইলে দেওয়া হয় লাইফ জ্যাকেট। আর যাঁরা সাঁতার জানেন না তাঁদের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। তবে স্রোত না থাকায় উল্টে যাওয়ার ভয় নেই। জোর খাটিয়ে উলটিয়ে না দিলে এই কায়াক উলটোয়না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কায়াকিং। খাওয়া-দাওয়া আর শৌচালয়ের ব্যবস্থা আছে হাতের কাছেই। ইউসুফ নগরের মূল ফটকেই রয়েছে রেস্তোরাঁ। সেখানেই পেয়ে যাবেন এই সুবিধাগুলো। আর কর্তৃপক্ষের দাবি, তাদের উদ্যোগের কারণে এখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। আর হ্যাঁ, ইউসুফনগরে শুধু কায়াকিং নয়, প্রকৃতিপ্রেমীরা পাবেন কাশফুল ও তালগাছের সারিরও দেখা।

গত সোমবার বিকেলে সাভার কায়াকিং পয়েন্টে দেখা যায় দর্শনার্থীদের ভিড়। কেউ এসেছেন কায়াকিং করতে, কেউবা এসেছেন দেখতে। গাজীপুর থেকে সপরিবারে এসেছেন সাজ্জাদ আনোয়ার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এর আগে আমি খাগড়াছড়িতে কায়াকিং করেছি। ফেসবুক গ্রুপের মাধ্যমে পরে যখন জানতে পারলাম যে সাভারে কায়াকিং শুরু হয়েছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি এখানে আসব। অনেক ভালো লেগেছে এখানকার পরিবেশ।’

সাভারের কায়াকিং পয়েন্টের স্বত্বাধিকারী মীর আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, পড়াশোনার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন স্থানে ট্যুর প্যাকেজ করে থাকেন। যুক্ত আছেন একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে। তিনি বলেন, ‘চট্টগ্রামের মহামায়া লেকের অধীনে কায়াকিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে সাভারে কায়াকিং শুরু করেছি। সারা দেশে এই ফেডারেশনের মাধ্যমে ১৪ থেকে ১৫টি স্পটে কায়াকিং চলছে এখন।’

যেভাবে যাবেন: রাজধানীর গাবতলী থেকে সাভারমুখী যেকোনো বাসে উঠে নামতে হবে আমিনবাজারের পরের স্টপেজ বলিয়ারপুর বাসস্ট্যান্ডে। বলিয়ারপুর থেকে ইউসুফ নগরে যেতে রিকশায় ভাড়া নেবে ৪০-৬০ টাকা, আর ইজিবাইকে ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা।

সাভার বা নবীনগর থেকে গাবতলীমুখী যেকোনো বাসে এসেও বলিয়ারপুর নামতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও যাওয়া যাবে কায়াকিং পয়েন্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত