Ajker Patrika

নির্বাচনের দৌড়ে আছেন ৫৬৩ প্রার্থী

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৪৩
নির্বাচনের দৌড়ে আছেন ৫৬৩ প্রার্থী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার জন্য বদরগঞ্জে ব্যাপক উৎসাহ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তাঁরা সমর্থকদের সঙ্গে নিয়ে এই জমাদানের কাজ সেরেছেন।

গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১০ ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৫৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ ও সাধারণ সদস্য পদে ৩৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪০, রাধানগরে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৪ এবং কুতুবপুরে চেয়ারম্যান পদে ছয়, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

লোহানীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৩৪, গোপীনাথপুরে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৪ এবং গোপালপুরে চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩০ জন নির্বাচন করতে আগ্রহী।

এ ছাড়া মুধুপুরে চেয়ারম্যান পদে ছয়, সংরক্ষিত নারী সদস্য পদে ২১ ও সাধারণ সদস্য পদে ৩৯, রামনাথপুরে চেয়ারম্যান পদে পাঁচ, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৪, বিষ্ণুপুরে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪২ এবং কালুপাড়ায় চেয়ারম্যান পদে নয়, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৩৩ জনের মনোনয়নপত্র পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত