Ajker Patrika

শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মাননা

হাতীবান্ধা ও উলিপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৪
শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মাননা

লালমনিরহাটের হাতীবান্ধায় মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় উপজেলার সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের হাতীবান্ধা উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, পুলিশ সুপার তাপস সরকার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।

এ দিকে কুড়িগ্রামের উলিপুরে বিজয়ের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবন চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মা-বাবাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার প্রায় ৭৫০ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে চাঁদর, লুঙ্গি, কম্বল ও খাবার প্যাকেট দেওয়া হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন। সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক কমান্ডর ফয়জার রহমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর ম্যুরাল, একাত্তরের গণকবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, ‘রক্তের বদলে আমাদের বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাঁদের পরিবারকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত