চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলোতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয়রা বাসিন্দারা বলছেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির পরও কমছে না সবজির দাম। অভিযান পরিচালনার সময় সবজির দাম কিছুটা কমালেও প্রশাসনের লোকজন চলে গেলেই আবার বেড়ে যাচ্ছে।
গতকাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। এক হালি লেবুর দাম ৮০ টাকা, অথচ ১০০ টাকায় ৬ কেজি আলু পাওয়া যাচ্ছে। শসার কেজি এখনো ৬০ টাকা। কাঁচা মরিচের কেজি ১০০ টাকা।
আরও দেখা গেছে, গতকাল দুপুরে চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কের ওপর পিকআপে করে সবজি বিক্রি শুরু হয়। বাজারের থেকে পিকআপে করে বিক্রি করা সবজির দাম কিছুটা কম হওয়ায় মানুষজন ছুটছে সেদিকে। মুহূর্তের মধ্যে পিকআপগুলোর চারপাশে ক্রেতাদের ভিড় জমে ওঠে। পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা, কাঁচা মরিচের কেজি ৫০ টাকা, টমেটো ৩ কেজি ১০০ টাকা, ৩ হালি লেবু ৯০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
পিকআপের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘আমরা সবজিগুলো কুমিল্লার নিমসারের পাইকারি বাজারের আড়ত থেকে কিনে এনেছি। রমজানে মানুষ যাতে খুশি থাকেন তাই আমরা অল্প লাভে বিক্রি করে যাচ্ছি। কম দামে ভালো সবজি পাওয়ায় লোকজন আমাদের কাছ থেকে সবজি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। খুব কম সময়ে সবজিগুলো শেষ হয়ে যায়, এতে আমিও খুশি ক্রেতারাও খুশি।’
পিকআপ থেকে সবজি কিনতে আসা পৌর আওয়ামী লীগ নেতা গাজী শহীদ বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারের সবজি বিক্রেতারা সব সময় চড়া দামে সবজি বিক্রি করেন। এই পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ চৌদ্দগ্রাম বাজারে কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে। পিকআপে যাঁরা সবজি বিক্রি করছেন তাঁরাও তো লাভ ছাড়া বিক্রি করছেন না। কম লাভে ভালো সবজি বিক্রি করায় আমি পিক আপ থেকে সবজি কিনতে এসেছি।’
অপর ক্রেতা শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ‘‘চৌদ্দগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম অনেক চড়া। সবজি বিক্রেতাদের কাছে দাম কেন এত বেশি জানতে চাইলে তাঁরা বলেন, ‘নিমসার বাজারেও সবজির দাম চড়া তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।’ অথচ এই পিকআপের বিক্রেতারাও নিমসার বাজারের সবজি আড়ত থেকে কম দামে সবজি কিনে এনে এখানে বিক্রি করছেন। বাজারের থেকে পিকআপের সবজির মান কোনোভাবেই খারাপ নয়, তাই আমিও কম দামে ভালো সবজি কিনতে লাইনে দাঁড়িয়েছি।’ ’
চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘রমজানের আগেই আমি সভা করে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি যাতে রমজান মাসে ভোক্তাদের থেকে পণ্যের দাম বেশি না নেওয়া হয়। এমনকি আমি নিজে প্রতিদিন বাজার তদারকি করছি। এরপরও যদি কেউ কারসাজি করে নিত্যপণ্যসহ সবজির দাম বৃদ্ধি করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় ভোক্তাদের অধিকার আদায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কাঁচাবাজারগুলোতে সবজির মূল্যে ওঠানামা করে। একেক সময় একেক দাম হয়। এরপরও আমরা কাঁচাবাজরে নজরদারি রাখছি। শিগগিরই চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলো তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ইতিমধ্যে আমি এবং সহকারী কমিশনার (ভূমি) তমলিকা পাল উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে কাঁচাবাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও যদি ভোক্তারা হয়রানির শিকার হন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলোতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয়রা বাসিন্দারা বলছেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির পরও কমছে না সবজির দাম। অভিযান পরিচালনার সময় সবজির দাম কিছুটা কমালেও প্রশাসনের লোকজন চলে গেলেই আবার বেড়ে যাচ্ছে।
গতকাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। এক হালি লেবুর দাম ৮০ টাকা, অথচ ১০০ টাকায় ৬ কেজি আলু পাওয়া যাচ্ছে। শসার কেজি এখনো ৬০ টাকা। কাঁচা মরিচের কেজি ১০০ টাকা।
আরও দেখা গেছে, গতকাল দুপুরে চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কের ওপর পিকআপে করে সবজি বিক্রি শুরু হয়। বাজারের থেকে পিকআপে করে বিক্রি করা সবজির দাম কিছুটা কম হওয়ায় মানুষজন ছুটছে সেদিকে। মুহূর্তের মধ্যে পিকআপগুলোর চারপাশে ক্রেতাদের ভিড় জমে ওঠে। পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা, কাঁচা মরিচের কেজি ৫০ টাকা, টমেটো ৩ কেজি ১০০ টাকা, ৩ হালি লেবু ৯০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
পিকআপের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘আমরা সবজিগুলো কুমিল্লার নিমসারের পাইকারি বাজারের আড়ত থেকে কিনে এনেছি। রমজানে মানুষ যাতে খুশি থাকেন তাই আমরা অল্প লাভে বিক্রি করে যাচ্ছি। কম দামে ভালো সবজি পাওয়ায় লোকজন আমাদের কাছ থেকে সবজি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। খুব কম সময়ে সবজিগুলো শেষ হয়ে যায়, এতে আমিও খুশি ক্রেতারাও খুশি।’
পিকআপ থেকে সবজি কিনতে আসা পৌর আওয়ামী লীগ নেতা গাজী শহীদ বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারের সবজি বিক্রেতারা সব সময় চড়া দামে সবজি বিক্রি করেন। এই পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ চৌদ্দগ্রাম বাজারে কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে। পিকআপে যাঁরা সবজি বিক্রি করছেন তাঁরাও তো লাভ ছাড়া বিক্রি করছেন না। কম লাভে ভালো সবজি বিক্রি করায় আমি পিক আপ থেকে সবজি কিনতে এসেছি।’
অপর ক্রেতা শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ‘‘চৌদ্দগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম অনেক চড়া। সবজি বিক্রেতাদের কাছে দাম কেন এত বেশি জানতে চাইলে তাঁরা বলেন, ‘নিমসার বাজারেও সবজির দাম চড়া তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।’ অথচ এই পিকআপের বিক্রেতারাও নিমসার বাজারের সবজি আড়ত থেকে কম দামে সবজি কিনে এনে এখানে বিক্রি করছেন। বাজারের থেকে পিকআপের সবজির মান কোনোভাবেই খারাপ নয়, তাই আমিও কম দামে ভালো সবজি কিনতে লাইনে দাঁড়িয়েছি।’ ’
চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘রমজানের আগেই আমি সভা করে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি যাতে রমজান মাসে ভোক্তাদের থেকে পণ্যের দাম বেশি না নেওয়া হয়। এমনকি আমি নিজে প্রতিদিন বাজার তদারকি করছি। এরপরও যদি কেউ কারসাজি করে নিত্যপণ্যসহ সবজির দাম বৃদ্ধি করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় ভোক্তাদের অধিকার আদায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কাঁচাবাজারগুলোতে সবজির মূল্যে ওঠানামা করে। একেক সময় একেক দাম হয়। এরপরও আমরা কাঁচাবাজরে নজরদারি রাখছি। শিগগিরই চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলো তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ইতিমধ্যে আমি এবং সহকারী কমিশনার (ভূমি) তমলিকা পাল উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে কাঁচাবাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও যদি ভোক্তারা হয়রানির শিকার হন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে