Ajker Patrika

‘টেলিভিশন সাংবাদিকতা চ্যালেঞ্জিং’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৫
‘টেলিভিশন সাংবাদিকতা চ্যালেঞ্জিং’

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বর্তমান সময়ে টেলিভিশন সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং। মানুষ প্রতি মুহূর্তের সংবাদ তাৎক্ষণিকভাবে জানতে চান। ঢাকার পাশে হওয়ায় নারায়ণগঞ্জের সাংবাদিকদের অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব বলেন।

এ সময় তিনি প্রকৃতভাবে যাচাই করে সংবাদ প্রকাশের পাশাপাশি নারায়ণগঞ্জকে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান।

এদিকে দুপুর বারোটায় পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা। এসপি সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘পুলিশ মনে করে টেলিভিশন সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উপকার করবেন। করোনা কালীন নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকেরা পুলিশ এবং প্রশাসনের পাশে থেকে যেভাবে সহায়তা করেছেন তা প্রশংসার দাবিদার। নারায়ণগঞ্জকে একটি

পরিচ্ছন্ন নগরী তৈরি করতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত ও কার্যকরী সদস্য আহসান সাদিক শাওন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত