ময়মনসিংহ প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জীব সরকার। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামপ্রসাদ বাদী হয়ে সাবেক ওসি সরোয়ার এবং তাঁর তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করে মামলা করেন। ওই মামলায় ওসি গোলাম সরোয়ার ও তাঁর ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত গোলাম সরোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁর ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
সঞ্জীব সরকার আরও বলেন, অন্য দুই মামলায় ওসি গোলাম সরোয়ারের অপর দুই ছেলে নাজমুল হক এবং মঞ্জুরুল হকের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০১৯ সাল থেকে অভিযোগের ভিত্তিতে ওসি সরোয়ার ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তাঁদের দেওয়া সম্পদের বিবরণীতে গরমিল পাওয়া যায়। জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে তাঁদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা করে দুদক।
গোলাম সরোয়ার দায়িত্বে থাকার সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। তাঁর ছেলে মঞ্জুরুল হক মামুন একজন সিভিল ইঞ্জিনিয়ার। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারিতে ২৯ লাখ দুই হাজার ৯২৬ টাকা বাবার ক্ষমতার অপব্যবহার করে আয় করার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মেজ ছেলে নাজমুল হক মারুফ ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। বাবা-ছেলে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
বড় ছেলে এনামুল হক মাসুম জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৮৬ হাজার ৪৬৭ টাকার সম্পদ অর্জন করায় তাঁর নামে মামলা করে দুদক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জীব সরকার। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামপ্রসাদ বাদী হয়ে সাবেক ওসি সরোয়ার এবং তাঁর তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করে মামলা করেন। ওই মামলায় ওসি গোলাম সরোয়ার ও তাঁর ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত গোলাম সরোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁর ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
সঞ্জীব সরকার আরও বলেন, অন্য দুই মামলায় ওসি গোলাম সরোয়ারের অপর দুই ছেলে নাজমুল হক এবং মঞ্জুরুল হকের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০১৯ সাল থেকে অভিযোগের ভিত্তিতে ওসি সরোয়ার ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তাঁদের দেওয়া সম্পদের বিবরণীতে গরমিল পাওয়া যায়। জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে তাঁদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা করে দুদক।
গোলাম সরোয়ার দায়িত্বে থাকার সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। তাঁর ছেলে মঞ্জুরুল হক মামুন একজন সিভিল ইঞ্জিনিয়ার। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারিতে ২৯ লাখ দুই হাজার ৯২৬ টাকা বাবার ক্ষমতার অপব্যবহার করে আয় করার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মেজ ছেলে নাজমুল হক মারুফ ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। বাবা-ছেলে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
বড় ছেলে এনামুল হক মাসুম জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৮৬ হাজার ৪৬৭ টাকার সম্পদ অর্জন করায় তাঁর নামে মামলা করে দুদক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে