নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাস্তাঘাট সংস্কারের কাজে গতিশীলতা আনতে দুটি মেইনটেন্যান্স ট্রাক সংগ্রহ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তিসংবলিত ওই ট্রাকগুলো ব্যবহারে সময় ও অর্থ দুটিই বাঁচবে বলে জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
গতকাল রোববার সকালে সিআরবি সাতরাস্তার মোড়ে আধুনিক ট্রাক দিয়ে রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশে চসিকই প্রথম রোড মেইনটেন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। রাস্তায় গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামত করা যাবে। ফলে আরও বড় গর্ত বা ফাটল থেকে রাস্তাকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোনো অসুবিধা হবে না।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এই ট্রাকগুলো ব্যবহারের ফলে আলাদা অ্যাসফল্ট প্ল্যান্টের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক মিক্সচার তৈরি করা যাবে। তাই বৃষ্টি-বাদলা বা দুর্যোগের কারণে মেরামতকাজ স্থগিত হলেও মিক্সচার নষ্ট হবে না। রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর, চালক ও মেকানিকদের রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, জয়সেন বড়ুয়া, তৌহিদুল আলম, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিএর সভাপতি ফরিদ আহমদ, সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাস্তাঘাট সংস্কারের কাজে গতিশীলতা আনতে দুটি মেইনটেন্যান্স ট্রাক সংগ্রহ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তিসংবলিত ওই ট্রাকগুলো ব্যবহারে সময় ও অর্থ দুটিই বাঁচবে বলে জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
গতকাল রোববার সকালে সিআরবি সাতরাস্তার মোড়ে আধুনিক ট্রাক দিয়ে রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশে চসিকই প্রথম রোড মেইনটেন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। রাস্তায় গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামত করা যাবে। ফলে আরও বড় গর্ত বা ফাটল থেকে রাস্তাকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোনো অসুবিধা হবে না।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এই ট্রাকগুলো ব্যবহারের ফলে আলাদা অ্যাসফল্ট প্ল্যান্টের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক মিক্সচার তৈরি করা যাবে। তাই বৃষ্টি-বাদলা বা দুর্যোগের কারণে মেরামতকাজ স্থগিত হলেও মিক্সচার নষ্ট হবে না। রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর, চালক ও মেকানিকদের রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, জয়সেন বড়ুয়া, তৌহিদুল আলম, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিএর সভাপতি ফরিদ আহমদ, সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে