Ajker Patrika

তিন ফসলি জমিতে অবৈধ কয়লা ভাটা, পুড়বে গাছ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪: ০৫
তিন ফসলি জমিতে অবৈধ কয়লা ভাটা, পুড়বে গাছ

দিনাজপুরের ফুলবাড়ীতে তিন ফসলি জমিতে কয়লা ভাটা গড়ে উঠেছে। এ জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। অবৈধভাবে বসানো এ ভাটায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হবে। এতে পরিবেশ ও বনায়ন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাবনচুর গ্রামে কয়লা ভাটাটি অবস্থিত। গ্রামবাসী জানান, প্রতিদিন গাছ কেটে ভাটায় আনা হচ্ছে। এটি পুরোদমে চালু হলে দৈনিক শত শত গাছের প্রয়োজন দেখা দেবে। এতে করে এই অঞ্চলের বনায়ন শেষ হয়ে যাবে। সেই সঙ্গে ভাটার ধোয়ায় পরিবেশ ও ফসলের মারাত্মক ক্ষতি হবে।

ভাটাটির মালিক ভাবনচুর গ্রামের নবীউল ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় চাকরি করার সূত্রে এই কয়লা ভাটার বিষয়ে অভিজ্ঞতা নিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিজেই কয়লা তৈরিতে নেমেছেন। এখানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে তা বিভিন্ন কারখানায় সরবরাহ করবেন।

ভাটা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নবীউল বলেন, গ্রামের ভেতরের এই ভাটা সম্পর্কে অধিদপ্তর জানতে পারবে না। এই জন্য তিনি আবেদনও করেননি।

এ বিষয়ে স্থানীয় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন বলেন, জায়গাটি পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত