Ajker Patrika

এক সপ্তাহেই যানজট হাওয়া, স্বস্তি মানুষের

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭: ০১
এক সপ্তাহেই যানজট  হাওয়া, স্বস্তি মানুষের

পাল্টে গেছে ধনবাড়ী বাসস্ট্যান্ডের চিত্র। বর্তমানে নেই কোনো যানজট। ইতিমধ্যে রাস্তা থেকে অবৈধভাবে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসগুলো সরানোর ব্যবস্থা করা হয়েছে। যানজটের ভোগান্তি কমাতে জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা। এতে স্বস্তি ফিরেছে পৌরবাসীর দিন যাপনে।

এর আগে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত করতে ও চলাচলের সুবিধার্থে দুই লেনের সড়ক চার লেন করা হয়। কিন্তু প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের গাফিলতিতে দেখা দেয় জনভোগান্তি। সবচেয়ে বেশি বিপাকে পড়ে জরুরি সেবার গাড়ি ও ব্যবসায়ীরা। যানজটের কারণে ক্ষোভ দেখা দেয় চলাচলকারীদের মধ্যে।

এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের। এক সপ্তাহেই পাল্টে গেছে ধনবাড়ী বাসস্ট্যান্ডের চিত্র। এখন আর নেই সেই যানজট।

সরেজমিন দেখা গেছে, ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে রাখা রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাস সরিয়ে ফেলা হয়েছে। এর আগে তিন লেনই ছিল দখলে। শুধু এক লেনে চলত সব পরিবহন। পাশাপাশি উচ্ছেদ করা হয়েছে সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা। এ ছাড়া যানজট নিরসনে কাজ করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন ও আব্দুল বারেক মিয়া জানান, ধনবাড়ী বাসস্ট্যান্ডে আগে চলাচল করা ছিল খুবই কষ্টসাধ্য। কয়েক দিন ধরে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নজরদারিতে পাল্টে গেছে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চিত্র।

ব্যবসায়ী মো. রুকনুজ্জামান রুবেল বলেন, ‘আগে আমাদের দোকানের সামনে এলোমেলোভাবে বিভিন্ন পরিবহন রাখার কারণে ক্রেতারা দোকানে আসতে পারত না। এখন আর সে সমস্যা নেই। দোকানে ক্রেতা আসতে পারায় বেচাবিক্রিও বেড়ে গেছে।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, যানজট নিরসনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত রাখা হবে।

পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, এখন থেকে বাসস্ট্যান্ড এলাকায় আর এলোমেলোভাবে কোনো গাড়ি রাখতে দেওয়া হবে না। সড়কের ওপর যানবাহন না রেখে নির্ধারিত স্থানে রাখার জন্য বলা হচ্ছে। এরপরও যদি এলোমেলোভাবে গাড়ি রাখা হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত