Ajker Patrika

পাইকগাছায় পিকআপ চাপায় নিহত ১

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১২: ৩৮
পাইকগাছায় পিকআপ চাপায় নিহত ১

পাইকগাছায় পিকআপ চাপায় ফকির গাজী (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় খালেক নামে আরও ১ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালীর কাটাখালী বাজারে।

ঘটনায় বিক্ষুব্ধ জনতা পিকআপ চালক আল আমিনকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদখালী থেকে একটি মাছ বোঝাই পিকআপ বাঁকা বাজার হয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপ ভ্যানটি কাঁটাখালী পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া ফকির গাজীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দেবদুয়ার এলাকার খালেক নামে আরও এক ব্যক্তি আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে ফকির গাজীকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত ফকির লস্কর ইউনিয়নের মাঠামের অধিবাসী।

পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে পিকআপের চালক আল আমিনকে আটক করা হয়েছে। আর পিকআপ জব্দ করা হয়েছে। আল আমিন কয়রা থানার গোলাম আজমের ছেলে। নিহত ফকির গাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত