শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) প্রার্থীরা নির্বাচিত হলে ইভটিজিং মুক্ত সমাজ ও নারীশিক্ষা বিস্তারে কাজ করতে চান; পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও ঘরে-বাইরে নারীদের যৌন হয়রানি রোধ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তফসিল ঘোষণার পরপর সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পুরুষ কাউন্সিল পদ প্রার্থীদের পাশাপাশি নারী কাউন্সিল পদ প্রার্থীরাও বসে নেই। সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) নারী কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৬ জন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, শামীম আরা লাভলী, জেসমিন আক্তার, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভূঁইয়া। তবে তাঁদের মধ্যে আলোচনায় আছেন টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও শামীম আরা লাভলী। নির্বাচনী ইশতেহার নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।
এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৫ হাজার ৬৯৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৩৭ হাজার ২৭৮ জন।
বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, ‘আমি সুন্দর একটি ওয়ার্ড চাই, যে ওয়ার্ডে কোনো মারামারি, বিশৃঙ্খলা থাকবে না। গত দুইবার নির্বাচিত হয়েছি, ইনশা আল্লাহ জনগণ চাইলে আগামীবারও নির্বাচিত হব।’ তিনি বলেন, ‘আমার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ছিল গ্রামের মতো। আমি প্রতি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে তা শহরে পরিণত করেছি। আমার মেয়র খুবই কাজপাগল মানুষ। তাঁর সাহায্যে আমরা ওয়ার্ডগুলোকে আরও সুন্দর করে জনগণকে উপহার দিতে চাই।’ আরেক কাউন্সিলর পদপ্রার্থী শামীম আরা লাভলী বলেন, ‘আমি এমন ওয়ার্ড চাই, যে ওয়ার্ডের প্রত্যেক মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কাজ করতে পারবে ও ব্যবসা করতে পারবে। কিশোর গ্যাং, মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। আমার ওয়ার্ডগুলোতে প্রত্যেক নারী যেন রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে চাই।’
ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে লাভলী বলেন, ‘আমার ভোটাররা ওয়ার্ডে নতুন মুখ চান। আমি সব সময় ভোটারদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন
কাজ করতে পারি সেই প্রত্যাশাই করি। আমি সব সময় জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন করব।’
কাউন্সিলর পদপ্রার্থী জেসমিন আক্তার বলেন, ‘আমি নির্বাচিত হলে নারী উন্নয়ন নিয়ে কাজ করব। মেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে কাজ করব।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) প্রার্থীরা নির্বাচিত হলে ইভটিজিং মুক্ত সমাজ ও নারীশিক্ষা বিস্তারে কাজ করতে চান; পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও ঘরে-বাইরে নারীদের যৌন হয়রানি রোধ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তফসিল ঘোষণার পরপর সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পুরুষ কাউন্সিল পদ প্রার্থীদের পাশাপাশি নারী কাউন্সিল পদ প্রার্থীরাও বসে নেই। সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) নারী কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৬ জন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, শামীম আরা লাভলী, জেসমিন আক্তার, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভূঁইয়া। তবে তাঁদের মধ্যে আলোচনায় আছেন টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও শামীম আরা লাভলী। নির্বাচনী ইশতেহার নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।
এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৫ হাজার ৬৯৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৩৭ হাজার ২৭৮ জন।
বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, ‘আমি সুন্দর একটি ওয়ার্ড চাই, যে ওয়ার্ডে কোনো মারামারি, বিশৃঙ্খলা থাকবে না। গত দুইবার নির্বাচিত হয়েছি, ইনশা আল্লাহ জনগণ চাইলে আগামীবারও নির্বাচিত হব।’ তিনি বলেন, ‘আমার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ছিল গ্রামের মতো। আমি প্রতি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে তা শহরে পরিণত করেছি। আমার মেয়র খুবই কাজপাগল মানুষ। তাঁর সাহায্যে আমরা ওয়ার্ডগুলোকে আরও সুন্দর করে জনগণকে উপহার দিতে চাই।’ আরেক কাউন্সিলর পদপ্রার্থী শামীম আরা লাভলী বলেন, ‘আমি এমন ওয়ার্ড চাই, যে ওয়ার্ডের প্রত্যেক মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কাজ করতে পারবে ও ব্যবসা করতে পারবে। কিশোর গ্যাং, মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। আমার ওয়ার্ডগুলোতে প্রত্যেক নারী যেন রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে চাই।’
ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে লাভলী বলেন, ‘আমার ভোটাররা ওয়ার্ডে নতুন মুখ চান। আমি সব সময় ভোটারদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন
কাজ করতে পারি সেই প্রত্যাশাই করি। আমি সব সময় জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন করব।’
কাউন্সিলর পদপ্রার্থী জেসমিন আক্তার বলেন, ‘আমি নির্বাচিত হলে নারী উন্নয়ন নিয়ে কাজ করব। মেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে কাজ করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে