Ajker Patrika

সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ মে ২০২২, ১২: ২২
সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে

সাংবাদিকতা ছেড়ে বাংলা সিনেমায় নাম লেখালেন লহমা ভট্টাচার্য। লন্ডনে সাংবাদিকতার পাঠ শেষ করে কলকাতায় ফিরে সংবাদমাধ্যমেই কাজ করছিলেন তিনি। পাশাপাশি নিচ্ছিলেন অভিনয়ের প্রশিক্ষণ। এর মাঝেই ডাক পেলেন সুপারস্টার জিতের অফিস থেকে। শুরু হলো লহমা ভট্টাচার্যের টালিউড-সফর। জিতের বিপরীতে লহমার প্রথম সিনেমা ‘রাবণ’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। দর্শকেরা বলছেন, মিষ্টিমুখের লহমা অভিনয়ও করেন দারুণ! অনেকেই বলছেন, লহমাকে দেখে প্রথম কাজ বলে মনেই হচ্ছে না। বরং অনেক সাবলীল লাগছে।

লহমা বলেন, ‘আমি করোনার আগে একটি মিডিয়া হাউসে চাকরি করছিলাম। করোনার সময় সবাই নিজের অপূর্ণ ইচ্ছে পূরণ করছিল, আমিও তা-ই করলাম। বরাবরই আমার শখ ছিল অভিনয় করার। তাই চাকরির পাশাপাশি আমি ওয়ার্কশপ শুরু করি। এরই মাঝে জিৎদার সঙ্গে কথা হয়। এরপর অনেক মিটিং হয়, অডিশন হয়—সব কটা রাউন্ড পেরিয়ে যখন আমি সিনেমার অফার পাই, তখন চাকরিটা ছেড়ে দিই।’

সিনেমায় লহমার চরিত্রের নাম রাই। সাংবাদিকতার ছাত্রী, একটা মিডিয়া হাউসে ইন্টার্নশিপ করছে। লহমা বলেন, ‘সাংবাদিকদের মধ্যে সত্যিটা বের করার একটা খিদে থাকে, সেটা রাইয়ের মধ্যেও আছে। ও খুবই হার্ড ওয়ার্কার মেয়ে। আমি নিজেকে খুঁজে পেয়েছি চরিত্রটির মধ্যে।’

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক লহমা। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বাবা ক্রীড়া সাংবাদিক। তবে ছোটবেলা থেকেই লহমা চাইতেন নায়িকা হতে, কিন্তু পড়াশোনার চাপে নিজের ইচ্ছেগুলোও চাপা পড়ে গিয়েছিল। এবার সেই ইচ্ছে পূরণের পালা শুরু হলো তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত