ছুরিকাঘাতে আ.লীগ কর্মী নিহত

যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১৫
Thumbnail image

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিব সরদার (৩০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। গত শুক্রবার রাতে শহরের হুসতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাকিব শহরের বকচর হুশতলা কবরস্থানপাড়ার বাসিন্দা ও পেশায় মোটর শ্রমিক ছিলেন।

নিহতের ছোট ভাই রাজিব সরদার বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাকিব হুশতলা মাঠপাড়ার একটি দোকানের সামনে বসে চটপটি খাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি তাঁকে ডেকে অন্য একটি জায়গায় নিয়ে যান। একপর্যায়ে তাঁরা রাকিবকে ছুরি দিয়ে জখম করেন। পরে স্থানীয়রা রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালের নিয়ে যান।’

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাকিব সরদারকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনি মারা যান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের অসংখ্য জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু বলেন, ‘শুক্রবার বিকেলে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভা হয়। রাকিবের চাচা হাফিজুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর নেতৃত্বে ওই সভায় মিছিল নিয়ে যোগ দিয়েছিলেন রাকিব। এর আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের মাঝে। তার জের ধরেই ঘটনাটি ঘটতে পারে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সত্যতা উদ্‌ঘাটন ও দোষীদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের পরিবার থেকে মামলা করা হলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত