রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ)
ময়মনসিংহের গফরগাঁওয়ে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় ‘পারিবারিক পুষ্টি বাগান’ তৈরি করে লাভবান হচ্ছেন কৃষকেরা। উপজেলার ১৫টি ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক বিষমুক্ত সবজি পুষ্টি বাগান। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বিনা মূল্যে সবজি বীজ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
কৃষি উপকরণ পেয়ে কৃষকেরা বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করেন। বাড়ির উঠানে চাষকৃত সবজি যেমন পরিবারের চাহিদা পূরণ করছে, তেমনি সবজি বিক্রি করে কিছু টাকাও পাচ্ছেন দরিদ্র পরিবারের লোকজন। উপজেলা কৃষি অফিস বলছে, পতিত জমি ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকদের বিনা মূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও ফলের গাছ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলায় পাঁচ শতাধিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে। এ ছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়নে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির কাজ চলছে। উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল আশ্রয়ণ প্রকল্পে ৭২টি পরিবার বসবাস করছেন। আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘরের আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে। আরও ১০টি পরিবারের আঙিনায় পুষ্টি বাগান তৈরির প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের আঙিনায় তৈরি করা হবে এ পুষ্টি বাগান।
প্রত্যেক পরিবারকে বিনা মূল্যে বিভিন্ন প্রকারের সবজির বীজ, সার, ফলের চারা, বীজ সংরক্ষণের পাত্র, বাগানে পানি দেওয়ার ঝাঝরিসহ অন্য সব উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়েছে। গ্রীষ্ম ও শীত মৌসুমের শুরুতে মুলা, লালশাক, পাটশাক, পুঁইশাক, লাউ, পালংশাক, শিম, ডাঁটা, ঢ্যাঁড়স, করলা, লালশাক, চিচিংঙ্গা, টমেটো, বেগুন ও কলমিশাকসহ নানা প্রজাতির সবজি চাষ করছেন।
উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মফিজ উদ্দিন বলেন, ‘বাড়ির উঠানে ফাঁকা জায়গায় সবজি বাগান তৈরি করেছি। পুষ্টি বাগান থেকে নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে আশপাশের মানুষকে শাকসবজি দিতে পারছি। এ ছাড়াও বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারছি।’
এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হুরেনা খাতুন বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় উঠানের পতিত জায়গায় সবজির বাগান করি।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, ‘পতিত জমি ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান তৈরিতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। পারিবারিক পুষ্টি বাগান তৈরি প্রকল্পের আওতায় আমরা কৃষকদের বিনা মূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও ফলের গাছ বিতরণ করেছি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় ‘পারিবারিক পুষ্টি বাগান’ তৈরি করে লাভবান হচ্ছেন কৃষকেরা। উপজেলার ১৫টি ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক বিষমুক্ত সবজি পুষ্টি বাগান। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বিনা মূল্যে সবজি বীজ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
কৃষি উপকরণ পেয়ে কৃষকেরা বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করেন। বাড়ির উঠানে চাষকৃত সবজি যেমন পরিবারের চাহিদা পূরণ করছে, তেমনি সবজি বিক্রি করে কিছু টাকাও পাচ্ছেন দরিদ্র পরিবারের লোকজন। উপজেলা কৃষি অফিস বলছে, পতিত জমি ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকদের বিনা মূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও ফলের গাছ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলায় পাঁচ শতাধিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে। এ ছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়নে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির কাজ চলছে। উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল আশ্রয়ণ প্রকল্পে ৭২টি পরিবার বসবাস করছেন। আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘরের আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করা হয়েছে। আরও ১০টি পরিবারের আঙিনায় পুষ্টি বাগান তৈরির প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের আঙিনায় তৈরি করা হবে এ পুষ্টি বাগান।
প্রত্যেক পরিবারকে বিনা মূল্যে বিভিন্ন প্রকারের সবজির বীজ, সার, ফলের চারা, বীজ সংরক্ষণের পাত্র, বাগানে পানি দেওয়ার ঝাঝরিসহ অন্য সব উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়েছে। গ্রীষ্ম ও শীত মৌসুমের শুরুতে মুলা, লালশাক, পাটশাক, পুঁইশাক, লাউ, পালংশাক, শিম, ডাঁটা, ঢ্যাঁড়স, করলা, লালশাক, চিচিংঙ্গা, টমেটো, বেগুন ও কলমিশাকসহ নানা প্রজাতির সবজি চাষ করছেন।
উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মফিজ উদ্দিন বলেন, ‘বাড়ির উঠানে ফাঁকা জায়গায় সবজি বাগান তৈরি করেছি। পুষ্টি বাগান থেকে নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে আশপাশের মানুষকে শাকসবজি দিতে পারছি। এ ছাড়াও বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারছি।’
এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হুরেনা খাতুন বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় উঠানের পতিত জায়গায় সবজির বাগান করি।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, ‘পতিত জমি ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান তৈরিতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। পারিবারিক পুষ্টি বাগান তৈরি প্রকল্পের আওতায় আমরা কৃষকদের বিনা মূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও ফলের গাছ বিতরণ করেছি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে