বিলজুড়ে পদ্ম ফুলের আভা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৩: ২৭

‘কেউ কথা রাখেনি’ কবিতায় ভালোবাসার জন্য বিশ্বসংসার তন্নতন্ন করে নীল পদ্ম খুঁজে আনার কথা বলেছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। পদ্ম খুঁজতে তিনি কোথায় কোথায় গিয়েছেন, তা হয়তো জানা যায় না। কিন্তু গাইবান্ধার সাঘাটা উপজেলার তেনাচিড়া বিলের রাশি রাশি পদ্মফুল দেখলে আনন্দে নেচে উঠত সুনীলের মন—এ কথা বলাই যায়।

উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই তেনাচিড়া বিল। বর্ষা এলে যত দূর চোখ যায়, শুধু গোলাপি ও সাদা রঙের পদ্মফুল দেখা যায় এই বিলে। দেখে যেন মনে হয় কেউ পদ্মফুলের চাষ করেছে এই বিলে। পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে প্রতিদিন আসছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮-১০ বছর ধরে বর্ষাকালে এই বিলের অধিকাংশ জমিতে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মাচ্ছে। তখন রাশি রাশি ফুলে ভরে ওঠে এই বিল। বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাপি ও সাদা রঙের পদ্মফুল দেখলে মন জুড়িয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন পদ্মফুলের বিছানা।

এখন স্থানীয় লোকজন ও এখানে আসা পর্যটকদের কাছে এই বিল পদ্মফুলের বিল নামেই পরিচিত। বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সড়ক। প্রতিদিন বিকেলে দূরদূরান্ত থেকে এই সড়ক ধরে প্রকৃতিপ্রেমীরা পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে এই বিল এলাকায় ভিড় করেন।

এ নিয়ে জানতে চাইলে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, শুকনো মৌসুমে পদ্মফুলের বীজ ও মূল নষ্ট হয় না। সাধারণত নিচু জমিতে পদ্মের বীজ এবং মূল থাকে। বর্ষা শুরু হলে পদ্মফুল জন্মে। এ ফুল ফসলের কোনো ক্ষতি করে না। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির জন্য গ্রামীণ জলাশয়গুলোতে এভাবে পদ্মফুল সংরক্ষণ করা যেতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত