Ajker Patrika

নিয়োগ-বাণিজ্য নিয়ে অধ্যক্ষ ও শিক্ষকেরা মুখোমুখি

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
নিয়োগ-বাণিজ্য নিয়ে অধ্যক্ষ ও শিক্ষকেরা মুখোমুখি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে লুৎফর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে অধ্যক্ষ ও সাধারণ শিক্ষকেরা। যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়ালেখায়।

সম্প্রতি নিয়োগ বাণিজ্যের একটি অডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক সফিকুল ইসলাম বলেন, `মাদ্রাসার অনিয়মের বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি আমরা দেখছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের ছেলে লুৎফর রহমান ও চাকরিপ্রত্যাশীর স্বামী ইব্রাহিম খলিলের টাকা লেনদেনের একটি অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  এ নিয়ে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ও শিক্ষকেরা দ্বন্দ্বে জড়ান। এতে মাদ্রাসায় ঠিকমতো পাঠদান না হওয়ায় কমছে শিক্ষার্থীর সংখ্যা।

জানা গেছে, আয়া পদে স্ত্রীর চাকরির জন্য ৯ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে অধ্যক্ষের নামে মামলা করেও সমাধান পাচ্ছেন না ইব্রাহিম খলিল নামে ওই ভুক্তভোগী। তিনি বলেন, স্ত্রীর ৫ কাঠা জমি বিক্রি করে ৯ লাখ ৭৫ হাজার টাকা দেই। কিন্তু চাকরি দেই দিচ্ছি বলে অনেক দিন ধরে ঘোরাচ্ছিলেন অধ্যক্ষ। নিরুপায় হয়ে আমি মামলা করতে বাধ্য হয়েছি। অন্তত আমি আমার টাকাটা ফেরত চাই।’

সাবেক পরিচালনা কমিটির সহসভাপতি মো. আইয়ুব আলী বলেন, `আব্দুর রাজ্জাক একজন অদক্ষ লোক। তাঁর মতো মানুষ দিয়ে কোনোভাবেই এই প্রতিষ্ঠান চলতে পারে না।’

প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল আ. ন. ম মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানের প্রধান ঠিক না থাকলে কোনো প্রতিষ্ঠান ভালো ভাবে চলে না।

মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, একটি মহল আমাদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ