Ajker Patrika

খালে নিখোঁজ কিশোরের লাশ সিঁড়ি ঘাটে উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ৩১ মে ২০২২, ১২: ৩৩
খালে নিখোঁজ কিশোরের লাশ সিঁড়ি ঘাটে উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় খালে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র মো. বাশারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে ৩ নম্বর জিকে সেতুর কাছের সুলতানিয়া মহিলা মাদ্রাসার সামনের সিঁড়ি ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গত রোববার বিকেলে উপজেলার নওদাপাড়া জিকে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় বাশার। সে নওদাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও ভেড়ামারা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নওদাপাড়া গ্রামের বিল্লাল রোববার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে জিকে খালে গরু গোসল করাতে যান। এ সময় ছেলে বাশার তাঁর সঙ্গে ছিল। পরে গরু নিয়ে বিল্লাল বাড়ি যান। কিন্তু বাশার ফেরেনি। পরে বিল্লাল গিয়ে ছেলেকে খুঁজে পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্থানীয়রা উদ্ধারে নামেন। রাত ১০টার দিকে খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধান করে। পরে গতকাল সকাল ৬টার দিকে সুলতানিয়া মহিলা মাদ্রাসার সামনে সিঁড়ির কাছে বাশার লাশ ভেসে ওঠে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা আজিজুল হক বলেন, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধান শুরু করেন। রাত ১০টার দিকে খুলনা থেকে আসা চার সদস্যের ডুবুরি দল ১টা পর্যন্ত সন্ধান চালায়। গতকাল সকাল ৬টায় বাশারের লাশ উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া বাশারের লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত