কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
বছরখানেক আগে এনআরবিসি ব্যাংকের এক কর্মকর্তার অনুরোধে সাতক্ষীরার কলারোয়া শাখায় হিসাব খোলার জন্য আবেদন করেন শেখ অহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। এরপর তিনি আর ব্যাংকে যাননি। লেনদেন করেননি। ঋণের জন্যও আবেদন করেননি। কিন্তু সম্প্রতি জানতে পারেন ব্যাংক থেকে তাঁর নামে ৯০ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে।
এ ঘটনায় অহিদুল খুলনার দৌলতপুর থানায় এনআরবিসি ব্যাংকের কলারোয়া শাখার ব্যবস্থাপক গাজী মোশারফ হোসেন, ব্যাংক কর্মকর্তা সাহেদ শরীফ, বদিয়ার রহমান ও ব্যবসায়ী আব্দুল হালিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। অহিদুল ইসলামের বাড়ি খুলনার দৌলতপুরের কৃষি কলেজ মোড়ে। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজীব মটরসের স্বত্বাধিকারী।
অহিদুল তাঁর জিডিতে উল্লেখ করেন, ‘এনআরবিসি ব্যাংকের একজন কর্মকর্তা এক বছর আগে আমার অফিসে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আমার পূর্ব পরিচিত ব্যবসায়ী আব্দুল হালিম। তাঁরা আমাকে ব্যাংকটিতে একটি হিসাব খোলার অনুরোধ করেন। এরপর আমি ব্যাংক হিসাবের একটি ফরমে স্বাক্ষর করি ও ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছিলাম। তবে তারপর থেকে ব্যাংকটির কোনো কর্মকর্তার সঙ্গেই আমার দেখা বা যোগাযোগ হয়নি। হিসাবটি আদৌ সচল হয়েছে কি না সেটিও আমি জানতাম না। গত নভেম্বর মাসে ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংকে আমি দুটি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করি। তখন আমাকে এনআরবিসি ব্যাংক থেকে নেওয়া ৯০ লাখ টাকার ঋণের নথিপত্র জমা দিতে বলা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোয় (সিআইবি) খোঁজ নিয়ে জানতে পারি, এনআরবিসি ব্যাংকের সাতক্ষীরার কলারোয়া শাখা থেকে আমার নামে ৯০ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশির ভাগ ঋণ পরিশোধ করায় হিসাব স্থিতি ৯ লাখ ৩২ হাজারে নেমে এসেছে।’
জানতে চাইলে শেখ অহিদুল ইসলাম বলেন, ‘এটি প্রতারণা ও জালিয়াতি। বিষয়টি জানার পর এনআরবিসি ব্যাংকের কলারোয়া শাখার ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি ক্ষমা প্রার্থনা করে ঋণটি বাতিল করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করেছি।’
এনআরবিসি ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক গাজী মোশারফ হোসেন বলেন, ‘শেখ অহিদুল ইসলামের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসাও হয়ে গেছে। ঋণটি দ্রুতই বাতিল করা হবে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ‘এটি আমাদের তদন্তের কোনো বিষয় নয়। এ কারণে জিডি নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বছরখানেক আগে এনআরবিসি ব্যাংকের এক কর্মকর্তার অনুরোধে সাতক্ষীরার কলারোয়া শাখায় হিসাব খোলার জন্য আবেদন করেন শেখ অহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। এরপর তিনি আর ব্যাংকে যাননি। লেনদেন করেননি। ঋণের জন্যও আবেদন করেননি। কিন্তু সম্প্রতি জানতে পারেন ব্যাংক থেকে তাঁর নামে ৯০ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে।
এ ঘটনায় অহিদুল খুলনার দৌলতপুর থানায় এনআরবিসি ব্যাংকের কলারোয়া শাখার ব্যবস্থাপক গাজী মোশারফ হোসেন, ব্যাংক কর্মকর্তা সাহেদ শরীফ, বদিয়ার রহমান ও ব্যবসায়ী আব্দুল হালিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। অহিদুল ইসলামের বাড়ি খুলনার দৌলতপুরের কৃষি কলেজ মোড়ে। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজীব মটরসের স্বত্বাধিকারী।
অহিদুল তাঁর জিডিতে উল্লেখ করেন, ‘এনআরবিসি ব্যাংকের একজন কর্মকর্তা এক বছর আগে আমার অফিসে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আমার পূর্ব পরিচিত ব্যবসায়ী আব্দুল হালিম। তাঁরা আমাকে ব্যাংকটিতে একটি হিসাব খোলার অনুরোধ করেন। এরপর আমি ব্যাংক হিসাবের একটি ফরমে স্বাক্ষর করি ও ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছিলাম। তবে তারপর থেকে ব্যাংকটির কোনো কর্মকর্তার সঙ্গেই আমার দেখা বা যোগাযোগ হয়নি। হিসাবটি আদৌ সচল হয়েছে কি না সেটিও আমি জানতাম না। গত নভেম্বর মাসে ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংকে আমি দুটি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করি। তখন আমাকে এনআরবিসি ব্যাংক থেকে নেওয়া ৯০ লাখ টাকার ঋণের নথিপত্র জমা দিতে বলা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোয় (সিআইবি) খোঁজ নিয়ে জানতে পারি, এনআরবিসি ব্যাংকের সাতক্ষীরার কলারোয়া শাখা থেকে আমার নামে ৯০ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশির ভাগ ঋণ পরিশোধ করায় হিসাব স্থিতি ৯ লাখ ৩২ হাজারে নেমে এসেছে।’
জানতে চাইলে শেখ অহিদুল ইসলাম বলেন, ‘এটি প্রতারণা ও জালিয়াতি। বিষয়টি জানার পর এনআরবিসি ব্যাংকের কলারোয়া শাখার ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি ক্ষমা প্রার্থনা করে ঋণটি বাতিল করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করেছি।’
এনআরবিসি ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক গাজী মোশারফ হোসেন বলেন, ‘শেখ অহিদুল ইসলামের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসাও হয়ে গেছে। ঋণটি দ্রুতই বাতিল করা হবে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ‘এটি আমাদের তদন্তের কোনো বিষয় নয়। এ কারণে জিডি নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে