ফেরি ও ঘাটসংকটে দুর্ভোগ

পাবনা, বেড়া ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০৮: ৩৫
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ৫২

ফেরিসংকটে কাজিরহাট-আরিচা এবং ঘাটস্বল্পতায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দুই দিন ধরে নৌরুট দুটির ঘাটগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। এমনকি পারাপারের অপেক্ষায় থাকা অনেক ট্রাকে পচনশীল পণ্য থাকায় সেগুলো নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে।

পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌরুটে মাত্র তিনটি ছোট ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার। দুই দিন ধরে এ নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান গতকাল দুপুরে জানান, এই পরিস্থিতিতে জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে বঙ্গবন্ধু সেতু হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ রুটে শুরুতে চারটি ফেরি চললেও এখন ছোট তিনটি ফেরি চলায় চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে চালু রয়েছে পাঁচটি। এর মধ্যে ৩ নম্বর ঘাটে ছোট ফেরির পন্টুন সরিয়ে রো রো ফেরির পন্টুন বসানো হয়েছে। সেই সঙ্গে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ। এ কারণে ওই পথের গাড়ি এই নৌপথ দিয়ে পারাপার হচ্ছে। ফলে চাপ বেড়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত