চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
কেউ জমির পানি সরাচ্ছেন, কেউ নালা করে পানি অপসারণের ব্যবস্থা করছেন, আবার কেউ পানিবন্দী জমিতে কাদার মধ্যেই রসুন তুলছেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এমন দৃশ্য দেখা গেছে।
এর আগে গত সোমবার রাতের বৃষ্টিতে বিপাকে পড়েন উপজেলার রসুনচাষিরা। এতে জমিতে জমে থাকা পানিতে রসুন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তবে কৃষি কর্মকর্তা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে রসুনের তেমন ক্ষতি হবে না।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৪১১ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। তবে ফলন শতভাগ ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও বৃষ্টির কারণে রসুন নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকের দুশ্চিন্তার যেন শেষ নেই।
উপজেলার সাতনালা গ্রামে রসুন তুলছেন কৃষক মোজাহার হোসেন ও তাঁর স্ত্রী। মোজাহার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। এই রসুন তোলার এখনো সময় হয়নি। কিন্তু বৃষ্টির পানি বের করে দেওয়ার কোনো উপায় নেই। পানি জমিতে থাকলে রসুন পচে নষ্ট হয়ে যাবে। এ জন্য কাদার মধ্যে রসুন তোলা হচ্ছে। পরে তা পানিতে ধুয়ে নিতে হবে।’
একই গ্রামের চাষি জাকির হোসেন ও সাত্তার মিয়া বলেন, ‘এমনিতেই বাজারে রসুনের দাম কম। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তার ওপর বৃষ্টির পানি। রসুনখেত নিমজ্জিত হওয়ায় জমিতে পানি জমেছে। জমিতে পানি জমে থাকলে রসুনে পচন ধরবে। এতে রসুনের ব্যাপক ক্ষতি হবে।’
বিন্যাকুড়ি গ্রামের রসুনচাষি আবদুল খালেক বলেন, ‘নিজের দুই বিঘা এবং বর্গা নেওয়া তিন বিঘা জমিতে রসুন চাষ করেছি। ইতিমধ্যে এক বিঘা জমির রসুন বিক্রি করে প্রায় ১৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। এখন বৃষ্টির কারণে রসুন নষ্ট হলে পথে বসতে হবে।’
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, এ বছর উপজেলায় ৪১১ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার রসুনের ফলন ভালো হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও হঠাৎ বৃষ্টির কারণে কৃষকের হতাশার শেষ নেই।
তিনি আরও বলেন, বৃষ্টির হওয়ায় রসুনের জমিতে পানি জমেছে। তবে কৃষকেরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে এবং আর বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না।
কেউ জমির পানি সরাচ্ছেন, কেউ নালা করে পানি অপসারণের ব্যবস্থা করছেন, আবার কেউ পানিবন্দী জমিতে কাদার মধ্যেই রসুন তুলছেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এমন দৃশ্য দেখা গেছে।
এর আগে গত সোমবার রাতের বৃষ্টিতে বিপাকে পড়েন উপজেলার রসুনচাষিরা। এতে জমিতে জমে থাকা পানিতে রসুন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তবে কৃষি কর্মকর্তা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে রসুনের তেমন ক্ষতি হবে না।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৪১১ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। তবে ফলন শতভাগ ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও বৃষ্টির কারণে রসুন নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকের দুশ্চিন্তার যেন শেষ নেই।
উপজেলার সাতনালা গ্রামে রসুন তুলছেন কৃষক মোজাহার হোসেন ও তাঁর স্ত্রী। মোজাহার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। এই রসুন তোলার এখনো সময় হয়নি। কিন্তু বৃষ্টির পানি বের করে দেওয়ার কোনো উপায় নেই। পানি জমিতে থাকলে রসুন পচে নষ্ট হয়ে যাবে। এ জন্য কাদার মধ্যে রসুন তোলা হচ্ছে। পরে তা পানিতে ধুয়ে নিতে হবে।’
একই গ্রামের চাষি জাকির হোসেন ও সাত্তার মিয়া বলেন, ‘এমনিতেই বাজারে রসুনের দাম কম। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তার ওপর বৃষ্টির পানি। রসুনখেত নিমজ্জিত হওয়ায় জমিতে পানি জমেছে। জমিতে পানি জমে থাকলে রসুনে পচন ধরবে। এতে রসুনের ব্যাপক ক্ষতি হবে।’
বিন্যাকুড়ি গ্রামের রসুনচাষি আবদুল খালেক বলেন, ‘নিজের দুই বিঘা এবং বর্গা নেওয়া তিন বিঘা জমিতে রসুন চাষ করেছি। ইতিমধ্যে এক বিঘা জমির রসুন বিক্রি করে প্রায় ১৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। এখন বৃষ্টির কারণে রসুন নষ্ট হলে পথে বসতে হবে।’
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, এ বছর উপজেলায় ৪১১ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার রসুনের ফলন ভালো হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও হঠাৎ বৃষ্টির কারণে কৃষকের হতাশার শেষ নেই।
তিনি আরও বলেন, বৃষ্টির হওয়ায় রসুনের জমিতে পানি জমেছে। তবে কৃষকেরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে এবং আর বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে