Ajker Patrika

দেশের ওয়েব সিরিজে বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১২
দেশের ওয়েব সিরিজে বাঁধন

প্রথমবার বাংলাদেশি ওয়েব সিরিজে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। তাঁর বিপরীতে আছেন শাহরিয়ার নাজিম জয়। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত। এই পরিচালক এর আগে ওয়েব সিরিজ ‘বলি’ বানিয়েছেন। সিরিজটির খোঁজ পাওয়া যায় অভিনেতা জয়ের একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে। পোস্টে হলুদাভ ছবিতে নির্মাতার সঙ্গে হাস্যোজ্জ্বল জয় ও বাঁধন। ক্যাপশনের শুরুতে লেখা, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনো ভাবিনি!’

এরপরই বিষয়টি পরিষ্কার করেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ও চরকি। বিয়ের কাজি শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজটি। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতটুকুই জানালাম। চরকি ও শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

২৫ সেপ্টেম্বর সিরিজটির শুটিং শুরু হবে। এখন রিহার্সাল চলছে পুরোদমে। এটি সাত পর্বের সিরিজ। বাঁধন বলেন, ‘চরকির সঙ্গে এই প্রথম কাজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে সিরিজটিতে।’

আজমেরী হক বাঁধন। কাজের সূত্রে বেশ কিছুদিন ভারতে ছিলেন বাঁধন। সেখানে তিনি বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় কাজ করছেন। ওই কাজ সেরে ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। এরপরই যোগ দিয়েছেন ওয়েব সিরিজের রিহার্সালে।

বাঁধন ও নির্মাতার সঙ্গে জয়প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র ফার্স্ট লুক টিজার। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। থ্রিলার গল্পে বানানো ‘খুফিয়া’র ফার্স্ট লুকে ঝড় তুলেছেন বাঁধন। তিনি বলেন, ‘টিজারে আমার যে শটটা দেখা যাচ্ছে, সেটা আমার নিজেরও ভীষণ পছন্দের। ভোরের দিকে নেওয়া হয়েছিল শটটা।’

বাঁধনের প্রথম ওয়েব সিরিজ ছিল ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।  সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয়  সিরিজটিতে মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত