Ajker Patrika

সেচের অভাবে অনাবাদি ১০ হাজার হেক্টর জমি

সুনামগঞ্জ প্রতিনিধি
সেচের অভাবে অনাবাদি  ১০ হাজার হেক্টর জমি

সেচ সুবিধা না থাকায় সুনামগঞ্জে প্রায় ১০ হাজার হেক্টর জমি অনাবাদি থাকে বছরের ছয় মাস। এসব জমিতে কোনো ধরনের ফসল উৎপাদন করতে পারেন না মালিকেরা। গভীর নলকূপ বসিয়ে দেশের অনেক স্থানেই এ ধরনের জমিতে চাষাবাদ করা হলেও সুনামগঞ্জে তা করা হচ্ছে না।

তবে কৃষি বিভাগের পক্ষ থেকে সাড়ে তিন হাজার হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

এক ফসলের ওপর নির্ভরশীল সুনামগঞ্জ জেলায় শুধু অবহেলায় অনাবাদি থাকে প্রায় ১০ হাজার হেক্টর জমি। বোরো ও রোপা আমন ফসল ঘরে তোলার পর বছরের ছয় মাসই সরকারি সহায়তা ও কৃষি বিভাগের পরামর্শের অভাবে এসব জমি অনাবাদি থাকে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রতিবছর ২ লাখ ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর বাইরেও প্রায় ১০ হাজার হেক্টর জমি অনাবাদি থাকে। অর্থ-সংকট ও কৃষি বিভাগের পরামর্শ না থাকায় কৃষকেরা চাইলেও এসব অনাবাদি জমিতে আবাদ করতে পারেন না। এসব অনাবাদি জমির অধিকাংশই হাওরাঞ্চলের উঁচু স্থানে।

কৃষকেরা বলছেন, কৃষি উপকরণ, কৃষি বিভাগের পরামর্শ ও ব্যাংক থেকে সহজশর্তে ঋণ দেওয়া হলে অনাবাদি জমিগুলোতে চাষাবাদ করা সম্ভব।

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের মো. নবী হোসেন বলেন, ‘আমন ধান কাটা শেষে এখন আমার জমি পতিত (অনাবাদি) থাকব। কৃষি অফিস থাইকা যদি আমরারে কোনো পরামর্শ বা বীজ দিত তাইলে আমরার এই জমিটা পতিত থাকত না।’ তিনি আরও বলেন, ‘এলাকায় এমন অনেক জমি আছে, যেগুলো বছরের ছয় মাস পতিত থাকে। ব্যাংক থাইকা ঋণ দিলে আমরার লাগি অনেক উপকার হইত।’

একই উপজেলার রাসনগর গ্রামের কৃষক আব্দুল কাদির বলেন, ‘আমরার অনেক পতিত জাগা আছে। সরকার যদি আমরারের সাহায্য-সহযোগিতা করত তাইলে আমরার জমি আর পতিত থাকে না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম বলেন, ‘অতিরিক্ত পতিত জমি আবাদের আওতায় আনতে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। প্রয়োজনীয় সেচযন্ত্র পাওয়া গেলে কোনো জমিই অনাবাদি থাকবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত