নবাবগঞ্জে ভাঙা কালভার্ট আশ্বাসে বছর পার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৩: ০৩
Thumbnail image

দিনাজপুরের নবাবগঞ্জে বিন্নাগাড়ী গ্রামের কালভার্টটি ভাঙা দীর্ঘদিন। এই ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে গ্রামবাসী। কয়েক দিন ধরে তা-ও সম্ভব হচ্ছে না। স্থানীয়রা কলাগাছ দাঁড় করিয়ে সতর্ক করেন পথচারীদের।

জানা গেছে, উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের বিন্নাগাড়ী গ্রামের কালভার্টটির এক-তৃতীয়াংশ ভেঙে পড়েছে। প্রায় এক বছর ধরে কালভার্টটির কিছু অংশ করে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন কোনোমতে ভ্যান পারাপার হলেও কয়েক দিন পর তা-ও সম্ভব হবে না। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা নতুন কালভার্ট করে দেওয়ার আশ্বাস দিলেও কেটে গেছে দীর্ঘদিন—অভিযোগ স্থানীদের।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. একরামুল হক জানান, ওই এলাকার চার গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র কালভার্ট এটি। ভাঙা কালভার্টের স্থলে নতুন করে আরেকটি স্থাপন না করলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হবে।

৯ নম্বর কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘’বিন্নাগাড়ী গ্রামের প্রবেশপথের কালভার্ট ধসে পড়ার খবর পেয়েছি। মাত্র কিছুদিন হলো দায়িত্ব বুঝে নিয়েছি। আর কিছুদিন যাক, তারপর দেখা যাবে।’

উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. তাহাজুল ইসলাম জানান, বিন্নাগাড়ীর কালভার্টটি অনুমোদনের অপেক্ষায়। আগামী জুনের আগে অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত