Ajker Patrika

নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ১৪
নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

ডামুড্যার জয়ন্তী নদীতে গোসল করতে নেমে ডুবে মো. মাশরাফি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার দুপুরে বাড়ির সামনে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর পাঁচ কিলোমিটার এলাকায় ২৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। তবে ডুবুরি দলের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ মো. মাশরাফি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামের মোস্তফা ছৈয়ালের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশের জয়ন্তী নদীতে গোসল করতে যায় মাশরাফি। পানিতে নামার পর সবার অগোচরেই সে পানিতে ডুবে যায়। সঙ্গীদের সবাই গোসল সেরে নদীর পাড়ে উঠে টের পায় যে মাশরাফি নেই। তারা তাৎক্ষণিক আবার পানিতে নেমে যে যার মতো তাকে খুঁজতে থাকে। কিন্তু না পেয়ে তাঁর পরিবার ও এলাকায় খবর দিলে এলাকার লোকজন ছুটে আসেন। তারাও নদীতে নেমে খোঁজার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। পরে স্থানীয় বাসিন্দার মাধ্যমে খবর পেয়ে ডামুড্যা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খুঁজতে থাকে। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে না পাওয়ায় রাতে বিরতি দেয়। পরে শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে বরিশাল সার্ভিসের আরেকটি ডুবুরি দল যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁরা ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েও কিশোর মাশরাফির কোনো খোঁজ পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত