Ajker Patrika

বিএনপির কমিটি বাতিলের দাবিতে সভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ১৩
বিএনপির  কমিটি বাতিলের দাবিতে সভা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন।

বক্তব্য দেন, জেলা তাঁতি দলের সদস্যসচিব আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুবুল আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জিয়াউর রহমান বকসী সুইট, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সুলতান মিয়া, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামিউল আহসান জামিল, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশাদুজ্জামান, মাহাবুবুর রহমান, আনিছুর রহমান, মুকুল সোনার, আবুল কাশেম সোনার, মাসদুর রহমান মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত