ক্রিকেট উন্মাদনায় কনসার্ট চলো বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯: ৩১
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০: ৪৪

ভারতের মাটিতে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপের প্রতি আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের মাটিতেও চলছে ক্রিকেট নিয়ে উন্মাদনা। ক্রিকেটপ্রেমীদের সেই উন্মাদনা বাড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

‘চলো বাংলাদেশ কনসার্ট’ শিরোনামের এ কনসার্ট অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। গান গেয়ে দর্শক মাতাবে আর্টসেল, ওয়ারফেজ, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক জ্যাং, নেমেসিসের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান, রাফা ফিচারিং হাসান, পান্থ কানাই, আনিকা ও ডোরা। 

হাবিব ওয়াহিদকনসার্ট শুরু হবে বিকেল ৪টা ২০ মিনিটে। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। আর গেট বন্ধ হয়ে যাবে ৭টা ৩০ মিনিটে। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। গ্রামীণফোন নম্বর দিয়ে মাইজিপি অ্যাপ থেকেই করা যাচ্ছে রেজিস্ট্রেশন। সাম্প্রতিক সময়ে বড় কনসার্টগুলোর আয়োজন হচ্ছে ইনডোরে। চলো বাংলাদেশ কনসার্ট দিয়ে আবার আউটডোরে ফিরছে কনসার্ট। তাই কনসার্টপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পান্থ কানাইদর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন চলো বাংলাদেশ কনসার্ট আয়োজকেরা। গ্রামীণফোন থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রচুর দর্শক রেজিস্ট্রেশন করেছেন। এই ধারা অব্যাহত রয়েছে। অনেক দিন পর বড় আয়োজনে ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে, তাও আবার বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে এই আয়োজন। সব মিলে দর্শকদের তুমুল আগ্রহ আর সাড়া পাওয়া যাচ্ছে। 

প্রীতম হাসানঅন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট টিমকে উজ্জীবিত করতে কনসার্টের পাশাপাশি নতুন নতুন গানও প্রকাশ করছেন শিল্পীরা। মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি প্রকাশ করেছে ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ শিরোনামের গান। গানটি গেয়েছে অর্থহীন। গান প্রকাশ করেছে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। ‘জিতব আমরা’ শিরোনামের গানটি গেয়েছেন রাফা ও আনিকা।

সুর ও সংগীত করেছেন অ্যাপিরাস। গানটিতে র‌্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু। গান প্রকাশ করেছেন কনা ও শেখ সাদী। এ ছাড়া ১৯৯৯ সালে বিশ্বকাপের সময় প্রকাশ পাওয়া ‘গুডলাক বাংলাদেশ’ গানটি নতুন করে গেয়েছেন শুভ্র দেব, কোনাল, অনন্যা ও তরিক মৃধা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত