ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে নৌভ্রমণে যাওয়ার পথে নৌকা থেকে নদীতে পড়ে বর্ষণ ইসলাম (১৮) নামের এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বর্ষণ ইসলাম মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
নিখোঁজ যুবকের স্বজন ও পুলিশ জানায়, গতকাল সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার ৩০-৩৫ জন বন্ধু আরিচার যমুনা নদীতে নৌভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করার সময় দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান। সাদ্দাম নামের একজন সাঁতরে নৌকায় উঠে। কিন্তু বর্ষণ নদীর স্রোতে ডুবে যান।
খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা শিবালয় স্থল ও ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, ‘আমাদের ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’
ঘটনাস্থলে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী, ঘিওর থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন, স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ইউপি সদস্য রাজা মিয়া, সোহেল চৌধুরী উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের ঘিওরে নৌভ্রমণে যাওয়ার পথে নৌকা থেকে নদীতে পড়ে বর্ষণ ইসলাম (১৮) নামের এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বর্ষণ ইসলাম মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
নিখোঁজ যুবকের স্বজন ও পুলিশ জানায়, গতকাল সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার ৩০-৩৫ জন বন্ধু আরিচার যমুনা নদীতে নৌভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করার সময় দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান। সাদ্দাম নামের একজন সাঁতরে নৌকায় উঠে। কিন্তু বর্ষণ নদীর স্রোতে ডুবে যান।
খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা শিবালয় স্থল ও ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, ‘আমাদের ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’
ঘটনাস্থলে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী, ঘিওর থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন, স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ইউপি সদস্য রাজা মিয়া, সোহেল চৌধুরী উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে