Ajker Patrika

সেতুর নিচ থেকে বালু তোলেন চেয়ারম্যান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৩৮
সেতুর নিচ থেকে বালু তোলেন চেয়ারম্যান

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের (ইউপি) দাউদপুর বাজারসংলগ্ন ইছামতী নদীতে সেতুর নিচে ড্রেজার বসিয়েছেন ওই ইউপির চেয়ারম্যান আলীমোর রহমান খাঁন পিয়ারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন এবং বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। সেতুর নিচ থেকে বালু উত্তোলনে সেতুটি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, দাউদপুর সেতুর সামান্য দূরে ইছামতী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে অপরিকল্পিতভাবে অনুমোদন ছাড়া বালু উত্তোলন করায় দাউদপুর সেতু ও আশপাশের দোকানপাট হুমকিতে পড়েছে। এ ছাড়া রাস্তার ওপর দিয়ে ড্রেজার পাইপ বসানোর ফলে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। পাইপ বসানো অংশে সড়কে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে দাউদপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, নদী থেকে এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়তে পারে সেতুটি। এ ছাড়া একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে বালু উত্তোলন করা সমীচীন নয়। তিনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এতে তাঁর যেমন দুর্নাম হচ্ছে, তেমনি দলেরও দুর্নাম হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আলীমোর রহমান বলেন, ‘মসজিদের জায়গা ভরাটের জন্য নদীতে ড্রেজারটা বসানো হয়েছে। সেই সঙ্গে বাজারের খালটি ভরাট করেছি। তবে কারও কাছ থেকে এক টাকাও নিই নাই।’

নদী থেকে বালু উত্তোলনে কারও অনুমোদন নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।’

এ বিষয়ে নবাবগঞ্জ ইউএনও এইচ এম সালাউদ্দিন মনজু বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনে লিখিত বা মৌখিকভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা এ রকম কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত