জৈন্তাপুরে উন্নয়নমূলক কাজ উদ্বোধন মন্ত্রীর

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০৬: ০০
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ১০

জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গতকাল চা-শ্রমিকদের বাসগৃহ এবং তৈয়ব আলী ডিগ্রি কলেজের ৪ তলা আইসিটি ভবন উদ্বোধন করেছেন। এ ছাড়া তিনি সৌদি আরবগামী কর্মীদের হোটেলে কোয়ারেন্টিনে থাকার খরচের ভর্তুকির চেক বিতরণ ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী বেলা আড়াইটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শ্রীপুর চা বাগানে দুটি বাসগৃহ এবং পরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের নবনির্মিত ৪ তলা আইসিটি ভবন উদ্বোধন করেন। এরপর জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিনের ভর্তুকির চেক বিতরণ করেন এবং সর্বশেষ উপজেলার ৫ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর-কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম. এ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত