খান রফিক, বরিশাল
বরিশালে সিটি নির্বাচনের পর নতুন করে দখল-বাণিজ্য শুরু হয়েছে। নগরে দরপত্র, বাস টার্মিনাল ও হাটবাজার এমনকি পাবলিক টয়লেট দখলেরও অভিযোগ উঠেছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কিছু নেতার বিরুদ্ধে। তাঁদের অধিকাংশই পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে মাঠপর্যায়ে পরিচিত। তাঁরা বিভিন্ন জায়গায় প্রতিমন্ত্রীর লোক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে দখলবাজি করছেন। এসব বাজার, টার্মিনাল দীর্ঘদিন ধরে দখলে ছিল মেয়র সাদিক অনুসারীদের। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্কুল ভবনের নিলাম দখল
বরিশাল মহানগর ও সদরের আওতাধীন ৩৬টি বিদ্যালয়ের পুরোনো ভবনের নিলাম হয় ১৫ ও ১৬ জুন। সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক শামিমের অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের চাপে এ কাজের কোনো দরপত্র তাঁরা কিনতে পারেননি।
নিলামে অংশগ্রহণ করা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোবারক হোসেন বলেন, ১৪ জুন নামমাত্র মূল্যে ১৮টি স্কুল ভবন সিন্ডিকেটের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন প্রতিমন্ত্রী শামীমের অনুসারী ছাত্রলীগ নেতা প্রিন্স সরদার, আরিফ, আওয়ামী লীগের সমর্থক টিপু, যুবলীগের বাবলু জমাদ্দার, রিয়াজ ভূঁইয়াসহ ১০-১২ জন। ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স সরদার বলেন, ‘বরিশালের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। যে কারণে টেন্ডার নিয়ে ঝামেলা হয়। প্রতিমন্ত্রীর রাজনীতি করি বলেই আমাদের ঘায়েল করা হচ্ছে।’
এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্কুলের উন্মুক্ত নিলামে কিছু ব্যক্তিকে দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাউজিং বাজার দখল
বরিশাল নগরের রূপাতলী হাউজিং বাজার ইজারা নেন মেয়র সাদিক অনুসারী রনি। ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মীর শহীদুল ইসলাম রনি বলেন, ‘হাউজিং বাজার বিসিসি আমার নামে ইজারা দিয়েছে। কিন্তু ১২ তারিখের পরদিন সুলতানের লোক বাজারে টাকা তুলছে। স্থানীয় মন্নান এর নেতৃত্ব দিচ্ছে।’
পাবলিক টয়লেট দখল
রূপাতলী বাস টার্মিনালের পাবলিক টয়লেট আসলাম নামে এক প্রতিবন্ধীকে পরিচালনার দায়িত্ব দেয় বিসিসি। এর দায়িত্বে থাকা মো. আসলাম বলেন, তিনি প্রতিবন্ধী হওয়ায় বিসিসি তাঁকে পাবলিক টয়লেট থেকে টাকা তুলতে দেয়। কিন্তু নির্বাচনের রাতেই মো. ফিরোজ, কালু গাজীসহ শ্রমিক নেতা সুলতানের লোকজন এটি দখল করে নিয়েছে। বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার মো. ফিরোজ বলেন, ভোটের পর রাতে শ্রমিকেরা পাবলিক টয়লেটটি ওপেন করে দিয়েছে।
রূপাতলী বাস টার্মিনাল দখল
রূপাতলী বাস টার্মিনাল দখলের অভিযোগ উঠেছে নবনির্বাচিত কাউন্সিলর সুলতান আহমেদের ভাতিজা মানিকের বিরুদ্ধে। স্থানীয় বর্তমান কাউন্সিলর জাকির হোসেন বলেন, তাঁকে অনেকে জানিয়েছেন বাস টার্মিনাল, বাজার, পাবলিক টয়লেট দখল করেছেন সুলতান।
টার্মিনালের কাউন্টারে নিজেদের লোক বসিয়ে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে ১২ জুনের পর রূপাতলীতে এসব ঘটানো হয়েছে। করপোরেশন পাবলিক টয়লেট ফ্রি করে দিয়েছে। অথচ সেখান থেকে টাকা নেয় সুলতানের লোকজন।
তবে প্রতিমন্ত্রীর অনুসারী নগরের ২৫ নম্বর ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর সুলতান আহমেদ বলেন, যাঁরা এ ধরনের অভিযোগ করছেন, তাঁরা গত ৫ বছর চাঁদাবাজি করেছেন। বাসস্ট্যান্ড থেকে বিতাড়িত শ্রমিকেরা এখন টার্মিনালে এসে বসেছেন। তাঁর ভাতিজা মানিক বরং এসব করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘পাবলিক টয়লেট থেকে টাকা নেওয়া হতো। ভোটের পর শ্রমিকেরা টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। আর হাউজিং বাজার মিল্টন এবং আমি করেছি। কিন্তু দখল করে রনি। ভোটের পর বাজারের লোকজন টাকা দেওয়া বন্ধ করছে।’
নথুল্লাবাদ বাজার দখল
বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক দখল করে বাজার গড়ে তুলেছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল। অভিযোগ উঠেছে, ওই বাজারে স্থানীয় কাউন্সিলরের অনুসারী জেহাদসহ একদল কর্মী গিয়ে টুটুলের সহচর ফোরকানকে শাসিয়েছে। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ অনুসারী। তবে বিপ্লব বলেছেন, বাজারে তাঁর কোনো লোক যায়নি। টুটুলের লোক এখনো বাজারের ফুটপাতের টাকা অবৈধভাবে নেয়।
এসব বিষয় জানতে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু বলেন, ‘টেন্ডারের ঘটনা আমিও শুনেছি। কিন্তু ঘটনাস্থলে ছিলাম না। ইউএনও এসব বিষয় জানতে পারেন।’
বিসিসির প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘আমি তো মনে করি এ ধরনের দখলবাজি অনাকাঙ্ক্ষিত। পাল্টাপাল্টি দখল ঠিক নয়।’
বরিশালে সিটি নির্বাচনের পর নতুন করে দখল-বাণিজ্য শুরু হয়েছে। নগরে দরপত্র, বাস টার্মিনাল ও হাটবাজার এমনকি পাবলিক টয়লেট দখলেরও অভিযোগ উঠেছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কিছু নেতার বিরুদ্ধে। তাঁদের অধিকাংশই পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে মাঠপর্যায়ে পরিচিত। তাঁরা বিভিন্ন জায়গায় প্রতিমন্ত্রীর লোক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে দখলবাজি করছেন। এসব বাজার, টার্মিনাল দীর্ঘদিন ধরে দখলে ছিল মেয়র সাদিক অনুসারীদের। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্কুল ভবনের নিলাম দখল
বরিশাল মহানগর ও সদরের আওতাধীন ৩৬টি বিদ্যালয়ের পুরোনো ভবনের নিলাম হয় ১৫ ও ১৬ জুন। সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক শামিমের অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের চাপে এ কাজের কোনো দরপত্র তাঁরা কিনতে পারেননি।
নিলামে অংশগ্রহণ করা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোবারক হোসেন বলেন, ১৪ জুন নামমাত্র মূল্যে ১৮টি স্কুল ভবন সিন্ডিকেটের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন প্রতিমন্ত্রী শামীমের অনুসারী ছাত্রলীগ নেতা প্রিন্স সরদার, আরিফ, আওয়ামী লীগের সমর্থক টিপু, যুবলীগের বাবলু জমাদ্দার, রিয়াজ ভূঁইয়াসহ ১০-১২ জন। ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স সরদার বলেন, ‘বরিশালের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। যে কারণে টেন্ডার নিয়ে ঝামেলা হয়। প্রতিমন্ত্রীর রাজনীতি করি বলেই আমাদের ঘায়েল করা হচ্ছে।’
এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্কুলের উন্মুক্ত নিলামে কিছু ব্যক্তিকে দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাউজিং বাজার দখল
বরিশাল নগরের রূপাতলী হাউজিং বাজার ইজারা নেন মেয়র সাদিক অনুসারী রনি। ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মীর শহীদুল ইসলাম রনি বলেন, ‘হাউজিং বাজার বিসিসি আমার নামে ইজারা দিয়েছে। কিন্তু ১২ তারিখের পরদিন সুলতানের লোক বাজারে টাকা তুলছে। স্থানীয় মন্নান এর নেতৃত্ব দিচ্ছে।’
পাবলিক টয়লেট দখল
রূপাতলী বাস টার্মিনালের পাবলিক টয়লেট আসলাম নামে এক প্রতিবন্ধীকে পরিচালনার দায়িত্ব দেয় বিসিসি। এর দায়িত্বে থাকা মো. আসলাম বলেন, তিনি প্রতিবন্ধী হওয়ায় বিসিসি তাঁকে পাবলিক টয়লেট থেকে টাকা তুলতে দেয়। কিন্তু নির্বাচনের রাতেই মো. ফিরোজ, কালু গাজীসহ শ্রমিক নেতা সুলতানের লোকজন এটি দখল করে নিয়েছে। বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার মো. ফিরোজ বলেন, ভোটের পর রাতে শ্রমিকেরা পাবলিক টয়লেটটি ওপেন করে দিয়েছে।
রূপাতলী বাস টার্মিনাল দখল
রূপাতলী বাস টার্মিনাল দখলের অভিযোগ উঠেছে নবনির্বাচিত কাউন্সিলর সুলতান আহমেদের ভাতিজা মানিকের বিরুদ্ধে। স্থানীয় বর্তমান কাউন্সিলর জাকির হোসেন বলেন, তাঁকে অনেকে জানিয়েছেন বাস টার্মিনাল, বাজার, পাবলিক টয়লেট দখল করেছেন সুলতান।
টার্মিনালের কাউন্টারে নিজেদের লোক বসিয়ে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে ১২ জুনের পর রূপাতলীতে এসব ঘটানো হয়েছে। করপোরেশন পাবলিক টয়লেট ফ্রি করে দিয়েছে। অথচ সেখান থেকে টাকা নেয় সুলতানের লোকজন।
তবে প্রতিমন্ত্রীর অনুসারী নগরের ২৫ নম্বর ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর সুলতান আহমেদ বলেন, যাঁরা এ ধরনের অভিযোগ করছেন, তাঁরা গত ৫ বছর চাঁদাবাজি করেছেন। বাসস্ট্যান্ড থেকে বিতাড়িত শ্রমিকেরা এখন টার্মিনালে এসে বসেছেন। তাঁর ভাতিজা মানিক বরং এসব করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘পাবলিক টয়লেট থেকে টাকা নেওয়া হতো। ভোটের পর শ্রমিকেরা টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। আর হাউজিং বাজার মিল্টন এবং আমি করেছি। কিন্তু দখল করে রনি। ভোটের পর বাজারের লোকজন টাকা দেওয়া বন্ধ করছে।’
নথুল্লাবাদ বাজার দখল
বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক দখল করে বাজার গড়ে তুলেছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল। অভিযোগ উঠেছে, ওই বাজারে স্থানীয় কাউন্সিলরের অনুসারী জেহাদসহ একদল কর্মী গিয়ে টুটুলের সহচর ফোরকানকে শাসিয়েছে। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ অনুসারী। তবে বিপ্লব বলেছেন, বাজারে তাঁর কোনো লোক যায়নি। টুটুলের লোক এখনো বাজারের ফুটপাতের টাকা অবৈধভাবে নেয়।
এসব বিষয় জানতে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু বলেন, ‘টেন্ডারের ঘটনা আমিও শুনেছি। কিন্তু ঘটনাস্থলে ছিলাম না। ইউএনও এসব বিষয় জানতে পারেন।’
বিসিসির প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘আমি তো মনে করি এ ধরনের দখলবাজি অনাকাঙ্ক্ষিত। পাল্টাপাল্টি দখল ঠিক নয়।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে