আজকের পত্রিকা ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের বিভিন্ন উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশপাশি জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আমাদেরর প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। পরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।
নালিতাবাড়ী: নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, পুষ্পস্তবক ও আলোচনা সভার হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও হেলেনা পারভীন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।
নকলা: সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ প্রমুখ।
শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও থানার পক্ষ থেকে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আটপাড়া: নেত্রকোনার আটপাড়ায় সকালে উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মাহফুজা সুলতানা, থানার ওসি মো. জাফর ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া প্রমুখ।
দুর্গাপুর: দুর্গাপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনের পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।
বারহাট্টা: নেত্রকোনার বারহাট্টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে ইউএনও এস এম মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাশেম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ: জামালপুর জেলার বকশীগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলান্দহ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
দেওয়ানগঞ্জ: দেওয়ানগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা গণগ্রন্থাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউএনও কামরুন্নাহার শেফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন সোলাই, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের বিভিন্ন উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশপাশি জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আমাদেরর প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। পরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।
নালিতাবাড়ী: নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, পুষ্পস্তবক ও আলোচনা সভার হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও হেলেনা পারভীন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।
নকলা: সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ প্রমুখ।
শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও থানার পক্ষ থেকে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আটপাড়া: নেত্রকোনার আটপাড়ায় সকালে উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মাহফুজা সুলতানা, থানার ওসি মো. জাফর ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া প্রমুখ।
দুর্গাপুর: দুর্গাপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনের পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।
বারহাট্টা: নেত্রকোনার বারহাট্টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে ইউএনও এস এম মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাশেম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ: জামালপুর জেলার বকশীগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলান্দহ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
দেওয়ানগঞ্জ: দেওয়ানগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা গণগ্রন্থাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউএনও কামরুন্নাহার শেফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন সোলাই, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে