আজ অষ্টগ্রাম মুক্ত দিবস

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০৭: ৪৪
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ০৭

ঐতিহাসিক অষ্টগ্রাম মুক্ত দিবস আজ ২৭ নভেম্বর। ১৯৭১ সালের আজকের দিনে অষ্টগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার মুক্ত হয়। ১৬ ডিসেম্বরের ১৯ দিন আগে এই দিনে এক সুম্মুখ সমরে পরাজিত হয়ে এখান থেকে হানাদারেরা পিছু হটে।

ওই দিন পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর স্থানীয় রাজাকার, আলবদর ও আল শামসরা অষ্টগ্রাম অবস্থান করছিল। তাদের হটাতে নভেম্বর মাসে তিন দফায় আক্রমণ করেন মুক্তিযোদ্ধারা। ২৭ নভেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে চলা যুদ্ধে নিকলী উপজেলার সদর ইউনিয়নের সাইদ্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন শহীদ হন। এর পর মুক্তিযোদ্ধাদের আক্রমণ আরও তীব্র হয় এবং রাজাকার ও হানাদার বাহিনী একপর্যায়ে স্টিমার নিয়ে পালিয়ে যায়।

যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা অষ্টগ্রাম থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন। অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ১৯৯৫ সালে ২৭ নভেম্বরে শহীদ সাহাব উদ্দিনের স্মৃতিফলক উদ্বোধন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব বলেন, ‘২৭ নভেম্বর সম্মুখযুদ্ধে আমাদের সহযোদ্ধা সাহাব উদ্দিন শহীদ হন। এই যুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরেরা পালিয়ে যায়। পরে আমরা থানায় জাতীয় পতাকা উত্তোলন করি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত