Ajker Patrika

বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ০৪
বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা

শাল্লায় পুরোদমে চলছে বোরো ধান আবাদের প্রস্তুতি। বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় বীজতলা ভালো হয়েছে বলে জানান কৃষকেরা।

উপজেলা কৃষি সূত্রে জানা যায়, হীরা, নাফকো, জনকরাজ, বিআর-২৮ বিআর-২৯, রুপালি জাতের ধান বেশি আবাদ করেছেন। কেউ কেউ আবার সুস্বাদু চাল পেতে পুরোনো দিনের ধান গোবি সাইল, টুপা, লালডিঙ্গি, রাতা ধানও চাষ করেছেন। চলতি বছর হাওরে ১৮ হাজার ৬৫ হেক্টর জমি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার রামপুর গ্রামের কৃষক রেবতি দাস বলেন, হালি চারার বীজতলায় গেলে মন জুড়িয়ে যায়। অন্যান্য বছর চারা লম্বা কম হতো, এমনকি সার দেওয়া লাগত, পোকায় ধরত। কিন্তু এবার এমন সমস্যা দেখা যায়নি। সময়মতো বৃষ্টি হওয়ায় সেচের সংকটও হয়নি।

রেবতি দাস আরও বলেন, ‘অগ্রহায়ণের প্রথম দিকে বীজতলায় বীজ বপন করা হয়েছিল। এখন চারা রোপণের উপযোগী হওয়ায় দুদিন হয় রোপণ শুরু করেছি। বৃষ্টি হওয়ায় মাটি নরম রয়েছে, এ জন্য চারা ওঠাতে কিছু সমস্যা হচ্ছে; তারপর ও আমরা খুশি।’

সুলতানপুর গ্রামের বড় কৃষক হাবিবুর রহমান হবিব বলেন, ‘ছয় দিন ধরে চারা ওঠানো শুরু করেছি। এবার বেশি ফলনের আশায় ধানের সঙ্গে তিন কেয়ার (এক একর) পূর্বের রাতা ধানও আবাদ করেছি। এই ধান একরে ৩০-৩২ মণের বেশি হয় না। তবে এ ধানের চালের ভাত খুবই স্বাদ। বাড়িতে অতিথি এলে বা আচার-অনুষ্ঠান হলে এই চাল রান্না করা হয়। পৌষ মাস ধরে ধান রোপণের কাজ চলবে।’

গ্রাম শাল্লার কৃষক সেলিম আহমদ বলেন, সময়মতো বীজ পাওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় এবার ধানের চারা ভালো হয়েছে। চারা রোপণ শুরু হয়েছে। চলবে মাঘ পর্যন্ত। প্রকৃতি সহায় হলে এবার খুব ভালো ফলন হবে বলে তিনি জানান।

উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, গেল বছরের চাইতে এবার ধানের চারা ভালো হয়েছে। তবে আজ পর্যন্ত হাওরে ১১ হাজার ৭০০ হেক্টর জমি চাষাবাদ হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত