আজকের পত্রিকা ডেস্ক
বই উৎসবে গতকাল রোববার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে একটি বইও বিতরণ করা হয়নি। এসব শিক্ষার্থীকে নতুন বই ছাড়াই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। তা ছাড়া সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১০টির মধ্যে ২টি, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৪টি এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের ২টি করে বই বিতরণ করা হয়েছে। বাকি বইগুলো কবে দেওয়া হবে, তা কেউ বলতে পারছে না বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে যেসব শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছে, তারা ছিল উচ্ছ্বসিত।
শুধু তাড়াইল নয়—কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য উপজেলাতেও ঘটেছে একই ঘটনা। কয়েক বছর ধরে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্যাপিত হয়ে আসছে। তবে এ বছর নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত বই সরবরাহ না হওয়ায় উৎসবে ভাটা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিনিধিদের পাঠানো খবর
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যের পাঠ্যবই উৎসবে শহরের সরযূবালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরে ৪৭ লাখ ৮০ হাজার ১৩৩টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ১৭ লাখ ৬৯ হাজার ৬৬৩টি। ঘাটতি ৩০ লাখ ১০ হাজার ৪৭০টি বইয়ের। অন্যান্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোনো বই বরাদ্দ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ভর্তি কার্যক্রম শুরু হয়নি, তাই বই বিতরণ করা যায়নি। শুধু মেধাতালিকায় স্থান পাওয়া কয়েক শিক্ষার্থীকে বই দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, বই পাওয়ার কথা ১০টি, এর মধ্যে দিয়েছে ৪টি।
তাড়াইল: সকাল ১০টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান প্রমুখ। তবে বই ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে শিক্ষার্থীদের।
উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের জালাল মিয়ার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া উসরাতুল ওমর তাসিন নতুন বই নিতে এসে না পেয়ে বিদ্যালয়ের মাঠেই কান্না শুরু করেন। সাররং গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আল-রাহুল-সিনহা সামিত বাবা মুকরামীন খান স্বাধীনের হাত ধরে নতুন বিদ্যালয়ে নতুন বই নিতে এলেও খালি হাতেই ফিরে গেছে বাড়ি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া জানান, ‘কিছু কিছু বই এখনো বাকি আছে। তা ছাড়া ষষ্ঠ শ্রেণির কোনো বই আসেনি। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।’
নরসিংদী: সকালে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরে তিনি শহরের নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চবিদ্যালয়ে বই বিতরণ করেন।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মাধ্যমিকে ৩৫ লাখ ৫৬ হাজার ২৩৫টির বইয়ের চাহিদার বিপরীতে ২৫ লাখ ৮১ হাজার ৯৫০টি বই পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকে ১৩ লাখ ৭৩ হাজার ৭৭০ হাজার বইয়ের বিপরীতে পাওয়া গেছে ৮ লাখ ২৯ হাজার ৬৫২টি।
রায়পুরা: সকালে রায়পুরার শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের শুভ সূচনা করেন ইউএনও মো. আজগর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ। প্রথম দিনে ক্লাসের মোট বইয়ের অর্ধেক নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। দু-একটি বই পেয়ে দারুণভাবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
পাশাপাশি উপজেলায় কোডবিহীন কয়েকটি মাধ্যমিক স্কুলে এখনো বই না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিয়াউল হক মীর, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও মো. ইয়ামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, জেলায় প্রাথমিক পর্যায়ে ২৪ লাখ ৩ হাজার ৫৭৪টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিকের ৭৭ হাজার ৬৫৬ শিক্ষার্থীর জন্য পুরো বই এসেছে। বাকি ক্লাসের আংশিক বই এসেছে।
এ ছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ভৈরব, নরসিংদীর মনোহরদী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আখাউড়া উপজেলাতেও আংশিক বই উৎসবের কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
বই উৎসবে গতকাল রোববার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে একটি বইও বিতরণ করা হয়নি। এসব শিক্ষার্থীকে নতুন বই ছাড়াই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। তা ছাড়া সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১০টির মধ্যে ২টি, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৪টি এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের ২টি করে বই বিতরণ করা হয়েছে। বাকি বইগুলো কবে দেওয়া হবে, তা কেউ বলতে পারছে না বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে যেসব শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছে, তারা ছিল উচ্ছ্বসিত।
শুধু তাড়াইল নয়—কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য উপজেলাতেও ঘটেছে একই ঘটনা। কয়েক বছর ধরে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্যাপিত হয়ে আসছে। তবে এ বছর নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত বই সরবরাহ না হওয়ায় উৎসবে ভাটা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিনিধিদের পাঠানো খবর
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যের পাঠ্যবই উৎসবে শহরের সরযূবালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরে ৪৭ লাখ ৮০ হাজার ১৩৩টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ১৭ লাখ ৬৯ হাজার ৬৬৩টি। ঘাটতি ৩০ লাখ ১০ হাজার ৪৭০টি বইয়ের। অন্যান্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোনো বই বরাদ্দ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ভর্তি কার্যক্রম শুরু হয়নি, তাই বই বিতরণ করা যায়নি। শুধু মেধাতালিকায় স্থান পাওয়া কয়েক শিক্ষার্থীকে বই দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, বই পাওয়ার কথা ১০টি, এর মধ্যে দিয়েছে ৪টি।
তাড়াইল: সকাল ১০টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান প্রমুখ। তবে বই ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে শিক্ষার্থীদের।
উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের জালাল মিয়ার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া উসরাতুল ওমর তাসিন নতুন বই নিতে এসে না পেয়ে বিদ্যালয়ের মাঠেই কান্না শুরু করেন। সাররং গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আল-রাহুল-সিনহা সামিত বাবা মুকরামীন খান স্বাধীনের হাত ধরে নতুন বিদ্যালয়ে নতুন বই নিতে এলেও খালি হাতেই ফিরে গেছে বাড়ি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া জানান, ‘কিছু কিছু বই এখনো বাকি আছে। তা ছাড়া ষষ্ঠ শ্রেণির কোনো বই আসেনি। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।’
নরসিংদী: সকালে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরে তিনি শহরের নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চবিদ্যালয়ে বই বিতরণ করেন।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মাধ্যমিকে ৩৫ লাখ ৫৬ হাজার ২৩৫টির বইয়ের চাহিদার বিপরীতে ২৫ লাখ ৮১ হাজার ৯৫০টি বই পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকে ১৩ লাখ ৭৩ হাজার ৭৭০ হাজার বইয়ের বিপরীতে পাওয়া গেছে ৮ লাখ ২৯ হাজার ৬৫২টি।
রায়পুরা: সকালে রায়পুরার শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের শুভ সূচনা করেন ইউএনও মো. আজগর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ। প্রথম দিনে ক্লাসের মোট বইয়ের অর্ধেক নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। দু-একটি বই পেয়ে দারুণভাবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
পাশাপাশি উপজেলায় কোডবিহীন কয়েকটি মাধ্যমিক স্কুলে এখনো বই না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিয়াউল হক মীর, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও মো. ইয়ামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, জেলায় প্রাথমিক পর্যায়ে ২৪ লাখ ৩ হাজার ৫৭৪টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিকের ৭৭ হাজার ৬৫৬ শিক্ষার্থীর জন্য পুরো বই এসেছে। বাকি ক্লাসের আংশিক বই এসেছে।
এ ছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ভৈরব, নরসিংদীর মনোহরদী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আখাউড়া উপজেলাতেও আংশিক বই উৎসবের কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে