কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা মৎস্য কর্মকর্তার পদ শূন্য। গত ছয় বছর ধরে মৎস্য কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুছ। দেনদরবার করে বছরের পর বছর একই কর্মস্থলে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে নানান অনিয়মের অভিযোগ।
সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) দায়িত্বেও রয়েছেন। তিনি এখন উপজেলার ‘দাপুটে অফিসার’ হিসেবে পরিচিত।
এদিকে, উপকূলীয় কমলনগর উপজেলায় মৎস্য কর্মকর্তা না থাকায় সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ ও জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল।
২০১৬ সালের আট নভেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন বদলি হন। একই তারিখে সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে কমলনগরে যোগদান করেন আবদুল কুদ্দুছ। যোগদানের পর থেকে তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব পালন করে আসছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ তদবির করে কমলনগরে আসেন। কর্মস্থলে যোগদানের পর থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার পদে বসেন। এরপর থেকে দেনদরবার করে বছরের পর বছর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পদ আঁকড়ে ধরে আছেন। কাউকে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে আসতে দিচ্ছেন না।
এদিকে, তাঁর বিরুদ্ধে তথ্য গোপন করা, জেলে তালিকায় অনিয়ম, জেলেদের হয়রানি, জেলে সহায়তার চাল ও গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়মের কারণে একাধিকবার তিনি পত্রিকার শিরোনামও হয়েছেন। তাঁকে নিয়ে জেলেপাড়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। দ্রুত তাঁর অপসারণ চায় স্থানীয় জেলেরা।
স্থানীয় সংবাদকর্মীরা বলেন, কুদ্দুছের কাছে কোনো তথ্য চাইলে তিনি দেন না। তথ্য গোপন করেন; সংবাদ না করার অনুরোধ করে অনৈতিক প্রস্তাব দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমার পরিষদে জেলে নিবন্ধনের তালিকা অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু আমি জানি না তিনি দালালের মাধ্যমে টাকা নিয়ে জেলে নিবন্ধন করেছে।’লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, একই কর্মস্থলে সহকারী মৎস্য কর্মকর্তা ছয় বছর ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবারও জানানো হবে।
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা মৎস্য কর্মকর্তার পদ শূন্য। গত ছয় বছর ধরে মৎস্য কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুছ। দেনদরবার করে বছরের পর বছর একই কর্মস্থলে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে নানান অনিয়মের অভিযোগ।
সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) দায়িত্বেও রয়েছেন। তিনি এখন উপজেলার ‘দাপুটে অফিসার’ হিসেবে পরিচিত।
এদিকে, উপকূলীয় কমলনগর উপজেলায় মৎস্য কর্মকর্তা না থাকায় সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ ও জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল।
২০১৬ সালের আট নভেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন বদলি হন। একই তারিখে সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে কমলনগরে যোগদান করেন আবদুল কুদ্দুছ। যোগদানের পর থেকে তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব পালন করে আসছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ তদবির করে কমলনগরে আসেন। কর্মস্থলে যোগদানের পর থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার পদে বসেন। এরপর থেকে দেনদরবার করে বছরের পর বছর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পদ আঁকড়ে ধরে আছেন। কাউকে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে আসতে দিচ্ছেন না।
এদিকে, তাঁর বিরুদ্ধে তথ্য গোপন করা, জেলে তালিকায় অনিয়ম, জেলেদের হয়রানি, জেলে সহায়তার চাল ও গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়মের কারণে একাধিকবার তিনি পত্রিকার শিরোনামও হয়েছেন। তাঁকে নিয়ে জেলেপাড়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। দ্রুত তাঁর অপসারণ চায় স্থানীয় জেলেরা।
স্থানীয় সংবাদকর্মীরা বলেন, কুদ্দুছের কাছে কোনো তথ্য চাইলে তিনি দেন না। তথ্য গোপন করেন; সংবাদ না করার অনুরোধ করে অনৈতিক প্রস্তাব দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমার পরিষদে জেলে নিবন্ধনের তালিকা অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু আমি জানি না তিনি দালালের মাধ্যমে টাকা নিয়ে জেলে নিবন্ধন করেছে।’লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, একই কর্মস্থলে সহকারী মৎস্য কর্মকর্তা ছয় বছর ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবারও জানানো হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে