শেরপুর ও জামালপুরে ৯ হাজার লিটার তেল জব্দ

শেরপুর ও জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ০৩
Thumbnail image

শেরপুর ও জামালপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। এর মধ্যে শেরপুর থেকে ৫ হাজার লিটার এবং জামালপুর থেকে ৪ হাজাল লিটার তেল জব্দ করা হয়।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে সাথি স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুটি গুদামে ও বাসা থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার বাজারে অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে ওই দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মজুদকৃত তেলের বোতলে তিন মাসে আগের মূল্য লেখা রয়েছে। তবে মূল্যের সিল কৌশলে উঠিয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রতি লিটার সয়াবিন ২০০ থেকে ২১০ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানি।

পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী আবু সায়েম সাথিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাঁচ হাজার লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়। এ ব্যাপারে শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এদিকে জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর শহরের একটি গুদাম ও এক ব্যবসায়ীর বাসার বিছানার নিচ থেকে থেকে ৪ হাজার ৩২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী ও মুকুন্দবাড়ি এলাকার দুটি গুদাম থেকে বিভিন্ন ব্র্যান্ডের এ বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়।

২৫ হাজার টাকা জরিমানা ও পূর্বের মূল্যে এসব তেল বিক্রি করা হয়। জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম পুলিশকে সঙ্গে নিয়ে প্রথমে শহরের দয়াময়ী এলাকায় রঞ্জন সিংহের গুদামে অভিযান চালান। সেখানে ১৯টি ড্রামে ৩ হাজার ৮৭৬ লিটার ভোজ্যতেল পাওয়া যায়। ওই সব তেল ঈদের আগে পূর্বের মূল্যে ক্রয় করা হয়েছিল। পরে ওই তেল আগের মূল্যে বাজারে বিক্রি করা হয়।

পরে শহরের মুকুন্দবাড়ি এলাকায় কামাল ট্রেডার্সের মালিকের বাসায় অভিযান চালিয়ে তার বসতঘরের বিছানার নিচ থেকে ৪৫৪ লিটার তেল উদ্ধার করে। এসব তেলের বোতলের পূর্বের মূল্য উঠিয়ে ফেলা হয়েছিল। ফলে কামাল ট্রেডার্সের মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত সাধারণ মানুষের কাছে পূর্বের মূল্যে তেল বিক্রি করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত