লুকোচুরি লুকোচুরি গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫২
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ০৫

লুকোচুরি খেলা কি খেলেছ? ভীষণ মজার একটি খেলা এটি। স্কুলে বন্ধুদের সঙ্গে কিংবা বাড়ির ছাদে প্রতিবেশীদের সঙ্গে খেলাটি খেলতে পারবে। ছাদে খেলতে হলে লুকানোর মতো জায়গা আছে কি না, তা দেখে নিতে হবে। আর সতর্ক থাকতে হবে কিন্তু। ঘরের ভেতরেও খেলাটি খেলা যায়। বাসায় যদি চাচাতো, মামাতো ভাইবোনেরা বেড়াতে আসে, তাহলে তাদের নিয়েও এ খেলা খেলতে পারবে। খেলার জন্য পাঁচ, সাত কিংবা এর বেশি খেলোয়াড় লাগবে। কীভাবে খেলবে ভাবছ? বলছি।

তোমাদের মধ্যে একজন চোর হবে। সে চোর অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে এক থেকে এক শ পর্যন্ত গুনতে থাকবে। সেই সুযোগে অন্য সবাই সুবিধামতো জায়গায় লুকিয়ে যাবে। চোরের গোনা শেষ হলে খুঁজে খুঁজে সবাইকে সে বের করার চেষ্টা করবে। লুকিয়ে থাকা খেলোয়াড়েরা মাঝেমধ্যে শব্দ করে জানান দেবে তারা আছে।

যদি চোর পলায়নরত কাউকে দেখে ফেলে, তাহলে যাকে দেখে ফেলবে, সে চোরের সঙ্গে অন্য খেলোয়াড়দের খুঁজতে থাকবে। এক এক করে যখন সবাইকে খুঁজে পায় তখন খেলাটি শেষ হবে। আবার নতুন করে একজন চোর হবে। নতুন চোর পুরোনো চোরের মতো এক থেকে এক শ পর্যন্ত গুনতে থাকবে। অন্যরা লুকাবে। নতুন চোর এবার অন্যদের খুঁজতে থাকবে। এভাবে যতবার ইচ্ছা ততবার খেলাটি খেলতে পারবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত