দুর্বৃত্তের বিষে নিঃস্ব চিংড়ি চাষি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০৬: ৫৭
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৫৬

বাগেরহাটের মোল্লাহাটে রাতের অন্ধকারে চিংড়ির একটি ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চরকান্দির হারুন হাওলাদারের ঘেরে এই ঘটনা ঘটে। এতে তাঁর দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেয়ে গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি হারুন হাওলাদার জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাঁদের ওয়ার্ডের সদস্য প্রার্থী চঞ্চলকে সমর্থন না করায় সে দেখে নেওয়ার হুমকি দেয়। সেই হুমকি উপেক্ষা করে অন্য প্রার্থী জুয়েলের পক্ষে কাজ করেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। নির্বাচনে পরাজিত হয়ে চঞ্চল নিজে অথবা তার সহযোগীদের মাধ্যমে পুকুরে বিষ দিয়ে এ ক্ষতি করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন হারুন।

গাংনী পুলিশ ক্যাম্পের আইসি এসআই প্রদীপ কুমার রায় বলেন, কে বা কারা কৃষক হারুন হাওলাদারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। নির্বাচন সংক্রান্ত বিরোধ নিয়ে চঞ্চল বা তার পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চঞ্চলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত