Ajker Patrika

কলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৩০
কলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

সাতক্ষীরার পাটকেলঘাটায় কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কলা চাষ লাভজনক হওয়াতে এবং মূল্য ভালো পাওয়ায় কলা চাষে লোকসান গুনতে হয় না কৃষকদের।

বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত কয়েক বছর বাজারে কলার দাম ভালো। এতে তাদের লাভও ভালো হয়েছে। যে কারণে অনেক কৃষকই চাষের জমির পরিমাণ বৃদ্ধি করেছেন।

পাটকেলঘাটার কাশিপুর গ্রামের কলাচাষি শেখ সোলাইমান হোসেন বাবু জানান এ মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে নতুন জাতের কালিভোগ কলার চাষ করেছেন। তিনি জানান, যশোর ঝিকরগাছা থেকে ২০ টাকা করে ৬০০ কলার চারা সংগ্রহ করেছেন। বিঘাপ্রতি ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া তিনি নিজের জমিতে হলুদ, শিম, কুল, আম সহ নানা বিধ সবজি চাষ করেছেন। কলা চাষের সঙ্গে সাথি ফসল হিসাবে ৬৪টি আম গাছ রোপণ করেছেন তিনি।

এ কৃষক আরও জানান, গত মৌসুমে কলা উৎপাদন করে তাঁর বেশ লাভ হয়েছিল। তিনি আশা করছেন এ বছর কলা গাছের চারা বেশ ভালো হয়তো ফলন অনেক ভালো হবে। খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ৫০ হাজার টাকা লাভ পাবেন বলে আশা করছেন।

জুজখোলা গ্রামের কলা চাষি মোক্তার আলী জানান, তিনি ১ বিঘা জমিতে এ কলা চাষ করেছেন। তিনি কলার সঙ্গে সাথি ফসল হিসাবে পুইশাক, ঢ্যাঁড়স অন্যান্য সবজির চাষও করেছেন।

কৃষি উপসহকারী কর্মকর্তা পীযূষ কান্তি পাল জানান, ‘আমার ব্লকে বেশ কয়েকজন চাষি কলার চাষ করেছেন। কেউ তরকারী কলা আবার কেউ পাকা কলার। অন্য বছরের তুলনায় ২০ ভাগ বেশি জমিতে কলার আবাদ হয়েছে। এ এলাকার কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি কমবেশি ছোট ছোট প্লটে কলার চাষ করেন।’

তিনি আরও বলেন, এবার এলাকায় কাঁঠালে কলা, কাচ কলা ও বর্তমানে চাপা কলার চাষ হয়েছে ব্যাপক ভাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত