Ajker Patrika

সামান্য বৃষ্টিতেই পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬: ২৮
সামান্য বৃষ্টিতেই পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা

সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র হয়েও উন্নয়নের ছোঁয়া থেকে পিছিয়ে রয়েছে পাটকেলঘাটা বাজার। বাজারে প্রবেশের প্রতিটি রাস্তা বেহাল।

স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বাজারে কোনো পানি ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তার দুই পাশে ফেলা ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। রাস্তাগুলোর এমন অবস্থার কারণে যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষই প্রবেশ করতে চান না বাজারে।

গতকাল বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে প্রবেশের ৯টি রাস্তার অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কার না করায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাজারে সহজে প্রবেশ করতে পারছে না ভারী যানবাহন। এদিকে বাজারে নেই কোনো পানি ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। ফলে গত কয়েক দিনের বৃষ্টিতে কয়েকটি রাস্তার প্রবেশের মুখে পানি ও কাদা জামে পা ফেলার মতো অবস্থা নেই। কিছু কিছু জায়গায় জমেছে হাঁটু পানি। আবার রাস্তার দুই ধারে ফেলা ময়লা আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

বাজারের ব্যবসায়ী শেখ তরিকুল ইসলাম বলেন, ‘ময়লা আবর্জনা পচে দুর্গন্ধের ভেতর দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। দূর-দুরন্ত থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের অনেক সময় কাদা মেখে বাড়ি যেতে হয়। বাজারে প্রবেশের কাউন্সিল রাস্তা সংস্কার করা হয়নি কয়েক যুগে। এর মধ্যেই প্রতিদিন অসংখ্য মালবোঝাই ট্রাক বাজারের বিভিন্ন পথে আসা-যাওয়া করে। এতে রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার, বাজারের বিভিন্ন রাস্তার ওপরে হাট বসার কারণে চরম যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ‘বাজার থেকে লাখ লাখ টাকার রাজস্ব আদায় করা হয় কিন্তু বাজারের তেমন উন্নয়ন হয় না।’

এ বিষয়ে পাটকেলঘাটা বাজার কমিটির সভাপতি মো. মতিয়ার রহমান বলেন, ‘রাস্তাগুলোর এমন অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংস্কারের অনুমোদন পেলেই পর্যায়ক্রমে রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু হবে।’

উপজেলা প্রধান প্রকৌশলী জানান, পাটকেলঘাটা বাজারের রাস্তাগুলো সংস্কারের অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই দরপত্রের মাধ্যমে সংস্কারকাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত