Ajker Patrika

গবেষণার মানোন্নয়নে হচ্ছে রিসার্চ সেল

জাবি প্রতিনিধি
গবেষণার মানোন্নয়নে হচ্ছে রিসার্চ সেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গবেষণার সার্বিক মানোন্নয়নে রিসার্চ সেল গঠনের উদ্যোগ নিয়েছে সিন্ডিকেট। গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রিসার্চ সেল অধ্যাদেশ প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গবেষণার উন্নত পরিবেশ ও গবেষকবান্ধব রিসার্চ সেল করতে বাস্তবতার নিরিখে সময়োপযোগী নীতিমালা প্রয়োজন। আমাদের প্রচেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে একটি আদর্শ রিসার্চ সেল গঠন করা।’

জানা যায়, গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় আট সদস্যের অধ্যাদেশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘গবেষণায় ভালো করতে একটি দক্ষ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। এতদিন এ ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল। মানসম্মত শিক্ষা ও গবেষণার প্রাতিষ্ঠানিকীকরণ এবং র‍্যাঙ্কিংয়ে ভালো করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে রিসার্চ সেল গঠনের উদ্যোগ নিয়েছি।’

কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত