Ajker Patrika

নতুন ব্যবস্থাপনা কমিটি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭: ২১
নতুন ব্যবস্থাপনা কমিটি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় কেকেইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ওই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ৷

তিনি জানান, কেরালকাতার কোটার মোড়ের পাশে কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সদস্যদের সম্মতিতে ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান মিলনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

নব গঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেহেদী হাসান মিলন বলেন, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সজ্জিত করতে সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হবে। প্রতিষ্ঠানের মান উন্নয়নে কাজ করতে সকলের নিকট আহ্বান জানান তিনি ৷

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ মুজিবার রহমান মজু, সাবেক সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, শেখ আলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক সাদেকুর রহমান, শ্রী দিলীপ কুমার, শাহানাজ পারভীন, ইউপি সদস্য আব্দুল ওদুদ, সাবেক ইউপি সদস্য আব্দুল গণি, আজগর আলী মুক্তি, ইউপি সদস্য প্রার্থী শিমুল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত