Ajker Patrika

ফ্লাইওভার ও সড়ক নির্মাণ পরিদর্শনে মেয়র

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
ফ্লাইওভার ও সড়ক নির্মাণ পরিদর্শনে মেয়র

রাজশাহীর ভদ্রা মোড় রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল রোববার দুপুরে প্রকৌশলীদের সঙ্গে নিয়ে উন্নয়নকাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে নির্মাণকাজ শেষ করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপসহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির উপস্থিত ছিলেন।

এরপর ভদ্রা মোড় রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের নির্মাণকাজ ঘুরে দেখেন সিটি মেয়র।

এ ছাড়া নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে নির্মিত সড়ক ও ড্রেন পরিদর্শন করেন রাসিক মেয়র লিটন।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত