ঈদের আগে মাথা গোঁজার ঠাঁই

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০: ০৭
Thumbnail image

মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে গৃহহীনরা ঈদের আগেই পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া কার্যক্রম উদ্বোধন করেন। গতকাল কক্সবাজার ও চট্টগ্রামেও গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর হস্তান্তর করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

কুতুবদিয়া: কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি-ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ১৯ পরিবার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উদ্বোধনের পর কুতুবদিয়ায় ১৯ পরিবারের প্রত্যেককে ২ শতক জমির দলিল এবং এই জায়গায় নির্মিত টিনশেডের পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে কুতুবদিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জমি ও ঘর হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা খন্দকার মাহামুদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন আবদুর রহমান চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রচারণকৃত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য প. প কর্মকর্তা মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, এ ছাড়া অনুষ্ঠানে সকল জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমিহীন ও গৃহহীন ৭টি পরিবার পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে নির্মিত ঘর ও জমির দলিল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অসহায় মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ মহৎ সিদ্ধান্তে স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন গৃহহারা পরিবারগুলো।

উপজেলা পরিষদ চত্বরের গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও নতুন ঘরের চাবি তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ও শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশে তৃতীয় ধাপে ২টি পৌরসভা ও ৮ ইউনিয়নে ৬৫টি পরিবার ঈদ উপহার হিসেবে পেল নতুন ঘর। জমির কাগজপত্রসহ এসব ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

গতকাল উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা।

রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ পাকা ঘরের কাগজপত্র তুলে দেয়া হয় ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবারকে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষে সুবিধাভোগীদের মধ্যে এসব কাগজপত্র হস্তান্তর করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত