Ajker Patrika

পাচারের চেষ্টা, রাজশাহীর ৪ শিশু সাভারে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২: ৫৮
পাচারের চেষ্টা, রাজশাহীর ৪ শিশু সাভারে উদ্ধার

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রাজশাহী থেকে নিয়ে যাওয়া চার মেয়ে শিশুকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়।

চার শিশুর বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন পঞ্চম ও তিনজন অষ্টম শ্রেণির ছাত্রী। তাদের নিখোঁজের ঘটনায় একজনের বাবা রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মামলা করেন।

গ্রেপ্তার নারীর নাম মোসা. চাঁদনী (৩০)। তিনি নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুরের সুরুজ আলীর স্ত্রী। তাঁরা মহিষবাথান এলাকার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

গতকাল শুক্রবার সকালে রাজপাড়া থানায় উদ্ধার হওয়া শিশুদের সঙ্গে কথা হয়। সেখানে একজন জানায়, চাঁদনী তাদের ঢাকায় ভালো চাকরির কথা বলেছিল। এই প্রস্তাবে তারা যেতে রাজি হয়। এ জন্য গত মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রথমে তিনজন বাড়ি থেকে বের হয়ে আসে। পরে তাদের সঙ্গে আরেকজন যোগ দেয়। পরে নগরীর লক্ষ্মীপুর ঝাঁউতলা থেকে সন্ধ্যা ৭টার দিকে বাসে করে তারা ঢাকা রওনা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, চাঁদনী চার শিশুকে যৌন কার্যকলাপে নিয়োগের জন্য ফুসলিয়ে ঢাকায় নিয়ে যান। তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না এলে অভিভাবকেরা খোঁজ করে চাঁদনীর ঘটনা জানতে পারেন। পরে একজনের বাবা থানায় মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অবস্থান চিহ্নিত করে বৃহস্পতিবার রাতে সাভার থানার পূর্ব রাজাসন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় চাঁদনীকে গ্রেপ্তার এবং তাঁর হেফাজত থেকে ওই চার শিশুকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, চার শিশু এমন কোনো তথ্য দেয়নি যে তাদের যৌন নির্যাতন করা হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে তাদের শারীরিক পরীক্ষা করা হবে। এটি শেষ হলে তাদের আদালতে তোলা হবে। আর অভিযুক্ত নারীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত