Ajker Patrika

গাংনীতে জামায়াতের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৫
গাংনীতে জামায়াতের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে জামায়াতের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে গোপন বৈঠক চলাকালে উপজেলার নওয়াপাড়া চৌধুরী মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ সময় গ্রেপ্তার জামায়াতের নেতাদের কাছে জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাহারবাটি ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি শেখ সাদী, সাহারবাটি গ্রামের রবিউল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, মো. রিপন আলী, ভাটপাড়া গ্রামের কায়জার আলী, এরশাদ আলী, কাউছার আলী, তৈয়ব আলী, ইউসুফ আলী, মোশাররফ আলী, সেলিম রেজা, হাফিজুর রহমান, তহিদুল ইসলাম, ইরফান আলী, আব্দুর সাত্তার, তবারক ওরফে তবারিক হোসেন, মকলেচুর রহমান, শরিফুল ইসলাম, ইদ্রিস আলী, মো. নাসির, আলহাজ উদ্দিন, কুলবাড়িয়ার কামরুজ্জামান কারিকর, জাহিরুল ইসলাম, সোহেল, এরশাদ আলী লাল্টু, আমিরুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, ইনারুল ইসলাম, আকরাম আলী ও আরিফুল ইসলাম।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, নওয়াপাড়া চৌধুরী মসজিদে জামায়াতের নেতা–কর্মীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জিহাদি বই, লিফলেটসহ দলটির বিভিন্ন পর্যায়ের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত